বাংলানিউজসিএ ডেস্ক :: ছবি শেয়ারের সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামকে কিভাবে আরও ইতিবাচক উপায়ে ব্যবহার করা যায় তা নিয়ে ৩০ আগস্ট ঢাকায় আয়োজন করা হয় ইনস্টাগ্রাম মিটআপ ঢাকা। মিটআপ আয়োজন করে ঢাকা টি ক্লাব।
ইনস্টাগ্রামের বহুমাত্রিক ব্যবহার নিয়ে মিটআপে কথা বলেন ইনস্টাগ্রাম ব্যবহারকারী ও ইনফ্লুয়েন্সাররা। ফেসবুক আর ইনস্টাগ্রাম যে অনেক ক্ষেত্রেই সামাজিকভাবে বুলিং, অন্যকে শেমিং করার মত ঘটনা ঘটছে।
এতে অনেকের ব্যক্তিজীবনে নেতিবাচক প্রভাব তৈরি হচ্ছে। মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছেন অনেকেই।
মিটআপের সমন্বয়ক মেন ফর মেনুস্ট্রেশন সংগঠনের প্রধান নিশাত আনজুম বলেন, যে কারণে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর উদ্ভাবন তা এখন অনেক ক্ষেত্রেই আমরা ইতিবাচক উপায়ে ব্যবহার করছি না। নারী ও শিশুরা ফেসবুক-ইনস্টাগ্রামের কারণে মানসিকভাবে ক্ষতির মুখে পড়ছে।
তিনি বলেন, আমাদের তরুণদের সুস্থ মন বিকাশে ফেসবুক-ইনস্টাগ্রামসহ বিভিন্ন ওয়েবসাইটকে ইতিবাচক উপায়ে ব্যবহারের দিকে গুরুত্ব দিতে হবে।
মিটআপে অভিভাবকদের সোশাল মিডিয়া ইতিবাচক উপায়ে বক্তব্য রাখেন দেশের আলোচিত হার্বালিস্ট নন্দিতা শারমিন। তিনি বলেন, বাবা-মারা নিজেরাই এখন সচেতন নন। সচেতনতা শুরু করতে হবে ঘর থেকে। নিজে ইতিবাচক না হলে অন্যকে ইতিবাচক সমাজ আমরা উপহার দিতে পারবো না।
নারী সাংবাদিক ও উদ্যোক্তা সাবিহা আখন্দ রুপা বলেন, আমাদের জীবনের অনেক সমস্যা আর সংকটের কথা আমরা ইনস্টাগ্রামে প্রকাশ করে। আমরা কি প্রকাশ করছি তা তৈরি করে আমাদের সম্পর্কে অন্যদের ধারণা। এমনিতেই আমরা খুব বেশি নেতিবাচক, আমাদের সেই নেতিবাচকতা কাটিয়ে এগিয়ে যেতে হবে।
তরুণ উদ্যোক্তা প্রতিভা মেহার জানান, আমাদের যতটা সম্ভব হতাশার মধ্যে আলো খুঁজে নিতে হবে। আমাদের হতাশ হলে চলবে না। মিটআপে আরও বক্তব্য রাখেন সমাজ বিশ্লেষক নাজির শাহিন, আইনবিদ ইফফাত মিম, সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নওশীন লায়লা, ত্রিশিতা নওরোজ ও দিউতি আফ্রোদিতি।
বাংলানিউজসিএ/ঢাকা/ ০২ সেপ্টেম্বর ২০১৯/ এমএম