বাংলানিউজসিএ ডেস্ক :: এক বছর পেরিয়ে দ্বিতীয় বছরে পা রাখলো বাংলাদেশের প্রথম সরকারি সনদপ্রাপ্ত রাইড শেয়ারিং সার্ভিস প্রতিষ্ঠান পিকমি লিমিটেড।বাংলাদেশে রাইড শেয়ারিং সেবায় কিছুটা নতুনত্ব ও আধুনিকতার ছোঁয়া নিয়ে গত বছর এক সেপ্টেম্বর দেশি অ্যাপভিত্তিক এই পরিবহন সেবার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় রাজধানী ঢাকায়।
পিকমি’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওমর আলী রাইড শেয়ারিং এর সঙ্গে সম্পৃক্ত সকল অংশীজন বিশেষ করে বিআরটিএ, মোটরযান মালিক, মোটরযান চালক, ব্যবহারকারী ও সংবাদ মাধ্যমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।তিনি বলেন, ভবিষ্যতে নতুন নতুন ফিচার যুক্ত করে সেবার মানকে আরও সহজ করার বিষয়ে কাজ করে যাবে পিকমি।
উল্লেখ্য, শুরুর দিকে বাইক সার্ভিস দিয়ে যাত্রা শুরু করে পিকমি। এরপর গত ১৪ ফেব্রুয়ারি ২০১৯ থেকে কার সার্ভিস, ২ মে ইন্টারসিটি সার্ভিস ও ২৭ জুলাই রেন্টাল কার সার্ভিস যুক্ত হয়েছে পিকমি অ্যাপে।
বাংলানিউজসিএ/ঢাকা/০১ সেপ্টেম্বর ২০১৯/ এমএম