প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: মন্ট্রিয়লে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস অনুষ্ঠানে বাংলাদেশিদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ট্রুডো বলেন, কানাডায় সংস্কৃতি, সেবা থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্যে তথা অর্থনীতিতে বাংলাদেশিদের ভূমিকা এবং অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।রোববার (২৬ মার্চ) বিকেলে মন্ট্রিয়লের বাংলাদেশ স্বাধীনতা দিবস উদযাপন এবং সারগম মিউজিকের একযুগ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ট্রুডো কথাগুলো বলেন।
মন্ট্রিয়ল থেকে মাঈনুর সরকার জানান, সারগম মিউজিক আয়োজিত পার্ক ভিউ রিসিপশন হলে অনুষ্ঠিত এই জমজমাট অনুষ্ঠানে জাস্টিন চল্লিশ মিনিট অবস্থান করেন, বাঙালিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আন্তরিকতার সঙ্গে ছবিও তুলেন।স্বাধীনতা দিবস উপলক্ষে একইভাবে অটোয়া শহরে বাংলাদেশ দূতাবাসে এবং টরন্টো উপদূতাবাসের উদ্যোগে যথাক্রমে হাই কমিশনার ও কনস্যুলার জেনারেল জাতীয় পকাতা উত্তোলন করেন।২২ মার্চ কানাডার অন্টারিও প্রভেন্সিয়াল পার্লামেন্ট ভবনেও লাল-সবুজ পতাকা উত্তোলন করে দিবস পালন করে বাংলাদেশ সেন্টার।
টরন্টো ডাউন টাউনের কুইন্সপার্কে অন্টারিও পার্লামেন্টে সাংসদ ডলি বেগম উদ্যোগে ১১ মার্চ সকালে আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো হেরিট্যাজ মান্থ অফ বাংলাদেশ। নানান কর্মসূচির মাধ্যমের পুরো মাসব্যাপী চলবে এই আয়োজন। অনুষ্ঠানে বক্তব্য দেন মেম্বার অফ প্রভিন্সিয়াল পার্লামেন্ট (এমপিপি) ডলি বেগম। তিনি এই হেরিট্যাজ মান্থের তাৎপর্য এবং গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে ডলি ছাড়া তার দলের নেতারাও আলোচনায় অংশ নেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০১৭ সালে বাংলাদেশের ৪৬তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ২৩ মার্চ দুপুর ১২টায় টরন্টোস্থ অন্টারিও সংসদ ভবন প্রথম বাংলাদেশের পতাকা উড়েছিল। বাংলাদেশের লাল ও সবুজ পতাকা উত্তোলনের ঐতিহাসিক ক্ষণে সেদিন উপস্থিত ছিলেন অন্টারিও পার্লামেন্টের স্পিকার ডেভ লিভাক, এমপিপি আরথোর পট্টস, এমপিপি সিলভিয়া জনসসহ বেশ ক’জন এমপিপি এবং প্রবাসের গণ্যমান্য ব্যক্তিরা।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৮ মার্চ ২০২৩ /এমএম