Menu

ত্রুটি সমাধান করেছে ফেসবুক

বাংলানিউজসিএ ডেস্ক :: সম্প্রতি ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে বিভ্রাট দেখা দেয় আর এ বিভ্রাটের কারণে বিশ্বব্যাপী সমস্যায় পড়েন ব্যবহারকারীরা।বাংলাদেশ ছাড়াও এশিয়ার অন্যান্য দেশ, ইউরোপ, আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের সমস্যা দেখা যায়।

যদিও সমস্যাটি একত্রে সব স্থানে ঘটেনি বরং ক্ষণে ক্ষণে হয়েছে বিশ্বব্যাপী। এক বিবৃতিতে সামাজিক মাধ্যমটি জানিয়েছে, সোমবার সকাল থেকে বিশ্বের বিভিন্ন স্থানে কিছু সমস্যায় পড়েছিল ফেসবুক ও এর পরিবারের অ্যাপগুলো। তারা সমস্যাটির সমাধান করেছে এবং পুরোপুরি ফিরে এসেছে।এমন সমস্যার জন্য ব্যবহারকারীদের কাছে দুঃখ প্রকাশ করেছে ফেসবুক। সোমবার সকাল ১০টা থেকে ফেসবুকের ওই সমস্যা শুরু হয়।

যেখানে ব্যবহারকারীরা কোন ধরনের মন্তব্য, পোস্ট শেয়ার এমন কি কারও পোস্টে লাইক দিতে পারছিল না। গত বছর থেকে বিশ্বব্যাপী ফেসবুক ডাউনের পরিমাণ বেড়েছে। গত বছরের সেপ্টেম্বরে বড় পরিসরে ডাউন ছিল মাধ্যমটি। চলতি বছরের মার্চে সবচেয়ে বেশি সময় ডাউন ছিল প্লাটফরমটি।

বাংলানিউজসিএ/ঢাকা / ০৭ আগস্ট ২০১৯/ এমএম