Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলের ক্রোম ব্রাউজারে নিরাপত্তা ত্রুটি খুঁজে পেয়েছেন সাইবার বিশেষজ্ঞরা। ঝুঁকিতে আছে ২৫০ কোটি ব্যবহারকারী। ‘CVE-2022-3656’ নামের এ সুরক্ষার গাফিলতির ফলে হ্যাকারদের হাতে গোপন তথ্য চলে যেতে পারে। ব্যবহারকারীর ক্রিপ্টো ওয়ালেট ও ক্লাউড প্রোভাইডারদের ইউজারনেম, পাসওয়ার্ড হাতিয়ে নিতে পারে সাইবার দুষ্কৃতিরা।

সম্প্রতি ‘Imperva Red’ নামে একটি ইন্টারনেট সুরক্ষা সংস্থা এ তথ্য প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ব্লগ পোস্টে জানিয়েছে, ব্রাউজার যে পদ্ধতিতে ফাইল সিস্টেমের সঙ্গে যোগাযোগ স্থাপন করে ও সিমলিংক যেভাবে প্রসেস করে সেখানেই এই সুরক্ষার গাফিলতি খুঁজে পাওয়া গিয়েছে। ব্লগ পোস্টে ‘Imperva Red’ জানিয়েছে, এই কীগুলো আসলে জিপ ফাইল যেখানে সংবেদনশীল ফাইল অথবা ফোল্ডারের সিমলিংক থাকতে পারে।

একবার এ ফাইল আনজিপ করলেই বিভিন্ন সংবেদনশীল তথ্য অ্যাটাকারের হাতে পৌঁছে যাবে। সংস্থার তরফে সুরক্ষার এই গাফিলতি সম্পর্কে অবগত করতে গুগলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ক্রোম ১০৮ আপডেটের মাধ্যমে এ সমস্যার সমাধান করা হয়েছে।তাই সুরক্ষিত থাকতে সব সময় নিজের অপারেটিং সিস্টেম ও ওয়েব ব্রাউজার আপডেট করুন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৭ জানুয়ারি ২০২৩ /এমএম