Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ রাশিয়া চারটি নতুন ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন তৈরি করছে, যা কয়েক দশক ধরে দেশের নিরাপত্তা নিশ্চিত করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খবর আলজাজিরার।আধুনিক নেভিগেশন, যোগাযোগ এবং সোলার সিস্টেমসহ নতুন সাবমেরিন এবং জাহাজগুলো উচ্চ-নির্ভুল অস্ত্র, যা রোবোটিক সিস্টেম দ্বারা সজ্জিত থাকবে।

পুতিন বলেন, বুলাভা (মেস) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে সজ্জিত জেনারেলিসিমাস সুভরভের সাবমেরিন পারমাণবিক নৌবাহিনীর শক্তিকে আরও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।তিনি বলেন, আমি লক্ষ্য করতে চাই যে বর্তমান রাষ্ট্রীয় অস্ত্র কর্মসূচির কাঠামোর মধ্যে আরও চারটি সাবমেরিন তৈরি করা হবে, যা আগামী কয়েক দশক ধরে রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করবে।পুতিন আরও বলেন, ছোট রকেট জাহাজ গ্র্যাড সভিয়াজস্ক একটি নতুন প্রজন্মের প্রকল্প, এটি উল্লেখ করে যে জাহাজগুলো সিরিয়ায় এবং ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চলাকালীন কার্যকরভাবে যুদ্ধের কাজ সম্পাদন করে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৯ ডিসেম্বর ২০২২ /এমএম