প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: কলা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ভর্তি যুদ্ধের মধ্যে দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হয়েছে ২০২১-২২ শিক্ষাবর্ষের (৫১ ব্যাচের) ভর্তি পরীক্ষা।রবিবার সকাল নয়টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় সকাল দশটায়। পাঁচ শিফটের এই ভর্তি পরীক্ষা চলবে বিকেল ৪ টা ১৫ মিনিট পর্যন্ত।কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের আওতাভুক্ত এই ইউনিটে মোট ৪৬৬টি আসনের বিপরীতে ৫৩ হাজার ৪৩০ জন ভর্তিচ্ছু পরীক্ষা দেবেন। সে হিসাবে আসনপ্রতি প্রার্থী রয়েছেন ১১৫ জন। এ বছর মোট ১ হাজার ৮৮৮টি আসনের বিপরীতে ২ লাখ ৮৪ হাজার ৬০৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
পরীক্ষা চলাকালে ক্যম্পাসে শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় ১৫০ জন পোশাকধারী সশস্ত্র ও সাদা পুলিশ এবং অতিরিক্ত ৬০ জন আনসার সদস্য ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছে। যানজট নিরসনে ঢাকা-আরিচা মহাসড়কের ক্যাম্পাস সংলগ্ন প্রধান গেট, জয়বাংলা গেট ও বিশমাইল গেটে বিশেষ ট্রাফিক পুলিশের ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট থেকে মীর মশাররফ হোসেন হল গেট পর্যন্ত সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত বিশেষ পুলিশি টহল ও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানসমূহে ক্লোজ সার্কিট ক্যামেরার ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে ১২০ জন বিএনসিসি ও রোভার স্কাউট সদস্য শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন।
ভর্তি পরীক্ষার বিষয়ে জাবির ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘ভর্তি পরীক্ষার সময় ক্যাম্পাসের সর্বোচ্চ শৃঙ্খলা রক্ষায় আমরা বদ্ধপরিকর। জালিয়াতি রোধে আমাদের সর্বোচ্চ নজরদারি রয়েছে। ভর্তিচ্ছুদের সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যরা কাজ করছেন।’
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ৩১ জুলাই ২০২২ /এমএম