Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  স্মার্টফোন, ইয়ারবাডস, ট্যাবলেট, গেমিং কনসোলের জন্য আলাদা আলাদা চার্জার ব্যবহৃত হয়। আর পৃথক চার্জার ব্যবহারের জন্য দাম বাড়তে থাকে ডিভাইসেরও। এছাড়াও, প্রায় সব ইলেকট্রনিক্স গ্যাজেটসেই ডিভাইসের সঙ্গে আলাদা চার্জার ব্যবহারের কারণে ব্যাপক হারে বাড়তে থাকছে ইলেকট্রনিক বর্জ্য। আর সেই কারণে পরিবেশ দূষণও বাড়ছে মাত্রাতিরিক্ত হারে।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জোটভুক্ত দেশগুলো মোবাইল ফোন, ট্যাবলেট এবং ক্যামেরার মতো ডিভাইসে একই ধরনের চার্জিং পোর্ট আনতে একমত হয়েছে। ফলে মোবাইল ফোন চার্জ করা নিয়ে আর ভোগান্তি পোহাতে হবে না ইইউভুক্ত দেশগুলোর বাসিন্দাদের। কেবলমাত্র একটি ‘টাইপ সি’ ইউএসবি চার্জার থাকলেই এখন থেকে সব ধরনের মোবাইলের ব্যাটারি চার্জ করতে পারবেন ইইউর বাসিন্দারা।

সম্প্রতি ইউরো নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ২০২৪ সালের মধ্যে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। এছাড়া সকল ল্যাপটপের জন্যও একই ধরনের চার্জিং পোর্ট দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এই জোট। ফলে বিপাকে পড়তে যাচ্ছে আইফোন নির্মাতা মার্কিন টেক জায়ান্ট অ্যাপল।

এ হস্তক্ষেপ গ্রাহকদের জীবন আরও সহজ করবে ও তাদের আর্থিক খরচও কমাবে বলে জানিয়েছে ইউরোপিয়ান কমিশন। সকল মডেলের মোবাইল ফোনে একই ধরনের চার্জিং পোর্ট আনতে এক দশকের বেশি সময় ধরে চাপ দিয়ে যাচ্ছিল ব্রাসেলস। কারণ, আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা তাদের ডিভাইস পাল্টানোর সময় চার্জারও পাল্টাতে হয়।

এই চুক্তি গ্রাহকদের প্রায় ২৫ কোটি ইউরো (২৬ কোটি ৭০ লাখ ডলার) বাঁচিয়ে দেবে বলে জানিয়েছেন ইউরোপিয়ান কমিশনের অভ্যন্তরীণ বাজার বিষয়ক প্রধান থিয়েরি ব্রেটন। এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার ৪০ মাসের মধ্যে ল্যাপটপের ক্ষেত্রেও আইনটি প্রযোজ্য হবে।

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি সম্প্রতি দাবি করেছে, সব ডিভাইসের জন্য একই রকমের চার্জার ব্যবহার করলে প্রতি বছর ১১০০০ টন ইলেকট্রনিক বর্জ্য উৎপাদন বন্ধ করা সম্ভব হবে। আর এই পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সব ইলেকট্রনিক ডিভাইসে ইউএসবি-সি চার্জিং পোর্ট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এই আইন প্রণয়ন হলে সব গ্যাজেট ইউএসবি-সি চার্জারের মাধ্যমে চার্জ করা যাবে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১১ জুন  ২০২২ /এমএম