বাংলানিউজসিএ ডেস্ক :: প্রথমবারের মতো শিখবে সবাইয়ের বনানী ক্যাম্পাসে ইন্সট্রাক্টরি এবং শিখবে সবাই মিলে আয়োজন করল ফ্রিল্যান্সারদের জন্য গোলটেবিল বৈঠক। যেখানে উপস্থিত ছিলেন শিখবে সবাইয়ের সিইও এবং টপ রেটেড ফ্রিল্যান্সার রিফাত এম হক, আপওয়ার্ক এবং ফাইভার টপ রেটেড ফ্রিল্যান্সার কাজী মামুন, কামরুজ্জামান শিশির, ফ্রিপিক এর এম্বাসেডর নাজমুস সাকিব, শিখবে সবাইয়ের সিওও আব্দুল কাদেরসহ অন্য পরিচালক ও ফ্রিল্যান্সিং এ আগ্রহী শিক্ষার্থীরা।
এই গোলটেবিল বৈঠকে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারসহ এর বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে খোলামেলা কথোপকথন হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন সেক্টর এবং ক্যাটাগরি নিয়ে কাজ করা ফ্রিল্যান্সাররা এই বৈঠকে তাদের অভিজ্ঞতা এবং মতামত উপস্থাপন করেন। পুরো আয়োজনের টাইটেল স্পন্সর হিসেবে ছিল কার্নিভাল ইন্টারনেট।
বাংলানিউজসিএ/ঢাকা / ১৭ জুলাই ২০১৯/ এমএম