প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ইতালির রোমে অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত হলো বার্ষিক ইফতার মাহফিল ও আলোচনা সভা। সংগঠনের সিনিয়র সহ সভাপতি লাবন্য চৌধুরীর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন রোমান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোম দূতাবাসের বিদায়ী কাউন্সিলর এরফানুল হক। সেই সঙ্গে ছিলেন তাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী।
আয়োজনে প্রধান অতিথি বক্তব্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রবাসীদের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান বিদায়ী কাউন্সিলর এরফানুল হক। এ সময় তাকে বিশেষ সম্মাননা প্রদান করেন অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা লুৎফর রহমান, উপদেষ্টা ও জাতীয় ক্রীড়া সংস্থা ইতালির সভাপতি হাজী মো. জসিমউদ্দিন, সি আই পি নজরুল ইসলাম, সাংবাদিক হাসান মাহমুদ, হুমায়ূন কবির, মিনহাজ হোসেন, রাজু হক, জায়েদুল হক সোহেলসহ আরও অনেকে।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সমন্বয় কমিটির আহ্বায়ক কে এম লোকমান হোসেন, ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, বাংলাদেশ সমিতির সভাপতি আফতাব বেপারি, বিএনপির সহ-সভাপতি সাজ্জাদুল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো. তৌহিদ কাদের, যুবলীগ ইতালি শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিমসহ সামাজিক, ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দরা।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৩ এপ্রিল ২০২২ /এমএম