Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ ভারতে করোনা আক্রান্তের হার নিম্নমুখী। গত দেড় বছরের মধ্যে সবচেয়ে কম আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হয়েছে দেশটিতে। ফলে দেশটির মানুষ কিছুটা স্বস্তি পেলো।ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণলালয়ের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫৭৯ জন। যা গত দেড়বছরে সর্বনিম্ন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ৪৮৮।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৩৬ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৪৯। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬৬ হাজার ১৪৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লক্ষ ২৬ হাজার ৪৮০। মোট আক্রান্তের মাত্র ০.৩৩ শতাংশ রোগী অ্যাকটিভ, যা গত ৫৩৬ দিনের মধ্য়ে সবচেয়ে কম।

স্বাস্থ্য মন্ত্রণালয় একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘প্রত্যেক দেশবাসীকে দুটি করে ডোজ দেওয়াই এখন সরকারের অগ্রাধিকারের বিষয়। করোনা মোকাবিলায় বুস্টার ডোজ প্রয়োজন, এমন বৈজ্ঞানিক গবেষণা ভিত্তিক কোনও তথ্য এখনও পর্যন্ত উঠে আসেনি।’পরিসংখ্যান অনুযায়ী, এখনও অবধি ভারতে ভ্যাকসিনের একটি ডোজ পেয়েছে বিরাশি শতাংশ। সম্পূর্ণভাবে ভ্যাকসিনেটেড হয়েছেন অর্থাত দুটি ডোজই পেয়েছেন তেতাল্লিশ শতাংশ।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৪ নভেম্বর  ২০২১ /এমএম