Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ এ বছরের শেষ সূর্যগ্রহণ হবে ৪ ডিসেম্বর। এই সূর্যগ্রহণ আন্টার্ক্টিকা, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকার আটলান্টিক মহাসাগরের দক্ষিণে দেখতে পাওয়া যাবে ৷ এই গ্রহণ বাংলাদেশ ও ভারত মহাদেশ থেকে দেখতে পাওয়া যাবে না ৷বছরের প্রথম সূর্যগ্রহণ হয়েছিল ১০ জুন। এরপরে দ্বিতীয় সূর্যগ্রহণ হতে চলেছে ৪ ডিসেম্বর।

সকাল ১১টায় শুরু হবে সূর্যগ্রহণ শেষ হবে দুপুর ৩.৭ মিনিটে ৷ এই গ্রহণ সব থেক বেশি দেখতে পাওয়া যাবে আন্টাক্টিকা থেকে আন্টার্ক্টিকার পূর্ব-পশ্চিমে।এই আংশিক সূর্যগ্রহণ উত্তর আমেরিকা, ইউরোপ ও উত্তর এশিয়ায় দেখতে পাওয়া যাবে ৷প্রধানত তিন ধরনের গ্রহণ হয়ে থাকে। সাধারণত পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, আংশিক সূর্যগ্রহণ ও বলয়াকার সূর্যগ্রহণ ।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৩  নভেম্বর  ২০২১ /এমএম