Menu

 

মুখের কালো দাগ মুছে যাক

বাংলানিউজসিএ ডেস্ক :: আমাদের মুখের ত্বক খুব স্বাভাবিকভাবেই সংবেদনশীল। তাই রোদের প্রখর তাপ, ব্রণ বা বিভিন্ন কারণে মুখের ত্বকে কালো দাগ হতে পারে। রোজকার ক্লিনজার ব্যবহারেও এ দাগের কোনো তারতম্য হচ্ছে না। সেক্ষেত্রে হতাশ হওয়ার কিছুই নেই। প্রাকৃতিক এমন অনেক উপাদান রয়েছে, যা মুখের কালো দাগ দূর করতে ভালো ভূমিকা রাখে। পাশাপাশি ত্বকের পক্ষেও দারুণ উপকারী।

হলুদ ত্বকের জন্য খুবই উপকারী একটি উপাদান। আমাদের ত্বকে ফ্রি র্যাডিক্যাল ড্যামেজের ফলে যে কালো ছোপ দেখা দেয়, তা চটজলদিই দূর করা যায় জাদুকরী এ উপাদান ব্যবহারের মাধ্যমে। হলুদে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান, যা ত্বককে সুরক্ষা দেয়। এছাড়া রোদের প্রভাবে ত্বকের ক্ষতিগ্রস্ততাও কমায়।

হলুদ, লেবুর রস ও কাঁচা দুধ একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগান। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন।

রাতারাতি মুখের কালো ছোপ দাগ দূর করতে চাইলে শসার রস ব্যবহার করুন। শসা আমাদের ত্বকের রঙ হালকা ও কালো ছোপ দাগ দূর করে নিমেষেই। শসা ব্লেন্ড করে বরফ করে রাখুন। এবার রাতে শোয়ার সময় এ বরফ মুখে ঘষুন। এবার ঘুমিয়ে পড়ুন। সকালে ঘুম থেকে উঠে মুখ হালকা গরম জলে ধুয়ে ফেলুন। দাগ অনেকটাই হালকা হয়ে যাবে।

চন্দন ত্বকের ফর্সাভাব আনতে ভালো ভূমিকা রাখে। ১ চামচ চন্দন গুঁড়ো ও ৩ চামচ গোলাপজল একসঙ্গে মিশিয়ে মুখের কালো ছোপ অংশে লাগিয়ে নিন। ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করে হালকা গরম জলে মুখ ধুয়ে নিন। এভাবে নিয়মিত করলে ফলাফল নিজেই টের পাবেন।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৬ জুন ২০১৯/ এমএম


Array