Menu

মহাকাশবিজ্ঞান ও স্যাটেলাইট নিয়ে ‘স্পেস ইনোভেশন সামিট’

বাংলানিউজসিএ ডেস্ক :: মহাকাশ বিজ্ঞান, মহাকাশ গবেষণা যন্ত্রপাতি, স্যাটেলাইট, রকেট ও রোবট প্রযুক্তি এবং গ্রাউন্ড স্টেশন বানানোর দক্ষতা উন্নয়নে দেশে দ্বিতীয়বারের মতো বসছে ‘স্পেস ইনোভেশন সামিট’। ১৯ জুলাই থেকে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশে অনুষ্ঠেয় দুই দিনের এ সম্মেলনে দুটি কর্মশালা ও চারটি সেশনে মোট ১৬টি কারিগরি সেমিনার হবে। মহাকাশ গবেষণার কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতিও প্রদর্শন করা হবে। প্রধান অতিথি থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক সাজ্জাদ হোসেন ও এমআইএসটি অ্যারোনটিক্যাল বিভাগের অধ্যাপক আব্দুস সালাম। মহাকাশ প্রযুক্তি নিয়ে দেশের তরুণদের উৎসাহিত করতে যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশ ইনোভেশন ফোরাম ও নাসা সায়েন্টিফিক প্রবলেম সলভার বাংলাদেশ।

সম্মেলনের আহ্বায়ক মাহমুদ মুসা জানান, মহাকাশ বিজ্ঞান ও স্যাটেলাইট নিয়ে ভবিষ্যতে কাজ করতে আগ্রহী যেকোনো ব্যক্তি এতে অংশ নিতে পারবেন। সম্মেলনের প্রথম দিন ‘গ্রাউন্ড স্টেশন মেকিং উইথ স্যাটেলাইট ট্র্যাকিং অ্যান্ড ইমেজ রিসিভিং’ বিষয়ে ৩০ জনকে হাতে-কলমে প্রশিক্ষণও দেওয়া হবে। নিবন্ধন করা যাবে

বাংলানিউজসিএ/ঢাকা/ ২১ জুন ২০১৯/ এমএম