বাংলানিউজসিএ ডেস্ক :: উৎসবে বাইরে ঘুরে বেড়ানোর জন্য হালকা বা ভারী মেকআপ প্রায় সব নারীই নেন। কিন্তু মেকআপ করার পর যেমন ত্বকের অনেক খুঁতই ঢেকে যায়, তেমনি বাড়ি ফিরে সঠিক নিয়মে মেকআপ না তুললে ত্বক ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘক্ষণ মেকআপ ত্বকে থাকলে রোমকূপ বন্ধ হয়ে যায়। ফলে ব্রণ হতে পারে। অনেকেই চোখের মেকআপ তোলার বিষয়ে উদাসীন থাকেন। আইলাইনার ও মাশকারা ভালোভাবে না তুলে ঘুমালে ভ্রু থেকে লোম ও চোখের পাপড়ি ঝরে যেতে পারে। সবচেয়ে বড় কথা, মেকআপ নিয়ে সারা দিন বাইরে ঘুরলে ধুলোবালি ত্বকে লেগে থাকে, যা ত্বকে নানা ধরনের সমস্যার উদ্রেক ঘটায়। ত্বকের স্বাভাবিক সৌন্দর্য ধরে রাখতে চাইলে বাড়ি ফিরে অবশ্যই সঠিক নিয়মে মেকআপ তুলতে হবে এবং ত্বকের যত্ন নিতে হবে। এজন্য বেশি কিছুর প্রয়োজন নেই। ঘরোয়া উপাদানেই সুন্দরভাবে মেকআপ তোলা যায়।
প্রথমে টিস্যু দিয়ে কোমল হাতে লিপস্টিক, কাজল ও ব্লাশঅন যেটুকু সম্ভব তুলে ফেলুন। এবার তুলোর বলে নারকেল তেল বা অলিভ অয়েল নিয়ে পুরো মুখে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন। তুলোর বল প্রয়োজনে পাল্টে নিন। দেখা যাবে খুব সহজেই মুখের মেকআপ উঠে এসেছে। এবার একটা বাটিতে কুসুম গরম পানিতে নরম কাপড় ভিজিয়ে পুরো মুখ মুছে ফেলুন। এখন ছোট পাত্রে দুধ আর মধু মিশিয়ে তুলার বলের সাহায্যে মুখে আলতো করে লাগান। আঙুলের সাহায্যে ম্যাসাজ করুন ২ মিনিট। পুনরায় কুসুম গরম পানিতে কাপড় ভিজিয়ে মুছে নিন। এবার চিনি ও মধু একসঙ্গে মিশিয়ে হালকা স্ক্র্যাব করে নিতে পারেন। সব শেষে ময়দা ও দুধ দিয়ে ঘন পেস্ট তৈরি করে মুখে লাগান। আধ শুকনো হয়ে এলে ছোট রুমাল ভিজিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করে মুখ ধুয়ে ফেলুন। এবার ত্বকের উপযোগী ময়েশ্চারাইজার লাগান।
যারা নিয়মিত ত্বকে মেকআপ করেন, তাদের উচিত রাতে প্রচুর পানির ঝাপটায় মুখ পরিষ্কার করা। কারণ পানি ত্বকের ধুলো-ময়লা সরিয়ে ত্বককে প্রাণবন্ত করে তুলতে সহায়তা করে। তাছাড়া প্রচুর পানি দিয়ে মুখ ধুয়ে সে পানিটুকু মুখে শুকিয়ে নিলে ময়েশ্চারাইজারের কাজ হয়।
বাংলানিউজসিএ/ঢাকা/ ১৫ জুন ২০১৯/ এমএম