Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ যুক্তরাষ্ট্র সফররত নারায়ণগঞ্জ-৪ আসনে সরকার দলীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানকে গণসংবর্ধনা দিয়েছে প্রবাসী নারায়ণগঞ্জবাসী। সংবর্ধনার জবাবে তিনি প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, প্রবাসীরা প্রত্যেকে একেকজন বাংলাদেশের রাষ্ট্রদূত। তিনি নিজেদের মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ঈর্ষা পরিহার করুন। কারো উন্নতি দেখলে খুশী হতে শিখুন।

নিউইয়র্কে শামীম ওসমানকে প্রবাসী নারায়ণগঞ্জবাসীর গণসংবর্ধনা স্থানীয় সময় বুধবার (১৬ জুন) সন্ধ্যায় নিউইয়র্কের কুইন্সের একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শামীম ওসমান বলেন, সাংবাদিকতা করলে যেমন সত্য তুলে ধরতে হয়, তেমনই রাজনীতি করলে সত্য কথা বলতে হয়। আমি মুখের ওপর সত্য কথা বলে ফেলি। এটাই আমার চরিত্র।

তিনি আরও বলেন, পৃথিবীতে কেউ পারফেক্ট নন। মানুষের ভুল-ত্রুটি থাকবে। আমিও এর ঊর্ধ্বে নই। তবে সবসময় চেষ্টা করেছি ভালো কিছু করার। ভালো কাজ করার মধ্য দিয়ে মানুষের ভালোবাসা পেতে চেয়েছি সবসময়।সংসদ সদস্য শামীম ওসমান বলেন, করোনাকালের মহামারি বুঝিয়ে দিয়েছে মানুষের জীবন কতটা ক্ষণস্থায়ী হতে পারে। আমদের মনুষ্যত্ব আছে, কি নেই-সেটাও দেখেছি। কেউ বাবার লাশ ফেলে রেখেছে, আবার অন্য মানুষ এসে সেই লাশ দাফন করেছে। আমাদের ভেবে দেখতে হবে, আমরা কি মানুষ হতে পেরেছি?

তিনি বলেন, প্রবাসে আমাদের নতুন প্রজন্ম মেধা ও সাফল্য অর্জন করছে। এসব খবর বেশি প্রকাশ হলে সবার মধ্যে উৎসাহ সৃষ্টি হবে। এই মেধাবীরা যদি বাংলাদেশ নিয়ে ভাবে এবং বাংলাদেশে কাজ করে, তাহলে খুব দ্রুত বাংলাদেশে চেহারা বদলে যাবে।এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শামীম ওসমানের সহধর্মিণী এবং নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসাদুল বারী।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৯ জুন ২০২১ /এমএম