Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের যোগাযোগ দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে দেশের প্রায় চার কোটির বেশি মানুষ ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং লিংকড ইন এর মতো কোনো না কোনো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন। নেপোলিয়ন ক্যাট নামক ফেসবুক এ বিজ্ঞাপনী এজেন্সি সম্প্রতি এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে। ফেসবুক এফিলিয়েটেড ওই বিজ্ঞাপনী সংস্থা বলছে, দেশের প্রায় চার কোটির বেশি ইন্টারনেট ব্যবহারকারী কোনো না কোনো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন।

এগুলোর মধ্যে রয়েছে ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং লিংকড ইন। সর্বশেষ মে মাসের পর্যন্ত পর্যালোচনা করে নেপোলিয়ন ক্যাট বলছে, চলতি বছরের এপ্রিল মাসের তুলনায় মে মাসে এসব সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারী যুক্ত হওয়ার সংখ্যা বেশি। এ ছাড়াও প্রতিষ্ঠানটির মতে, বাংলাদেশ থেকে ফেসবুকের ব্যবহারকারী রয়েছেন প্রায় চার কোটি ৮২ লাখ ৩০ হাজার জন। যা দেশের মোট জনসংখ্যার অন্তত ২৮ শতাংশ।

এদের মধ্যে থেকে প্রায় চার কোটি ২১ লাখ ৫০ হাজার জন মেসেঞ্জার ব্যবহার করেন যা দেশের মোট জনসংখ্যার ২৪ দশমিক ৫ শতাংশ। এ ছাড়াও ফেসবুক মালিকানাধীন আরেক জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বাংলাদেশ থেকে ব্যবহারকারী রয়েছেন ৪০ লাখ সাত হাজার ১০০ জন। দেশের মোট জনসংখ্যার তুলনায় যার হার দুই দশমিক তিন শতাংশ। অন্যদিকে প্রফেশনালদের সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকড ইন বাংলাদেশ থেকে ব্যবহার করছেন প্রায় ৪১ লাখ ১৭ হাজার জন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৬ জুন ২০২১ /এমএম