Menu

একাদশে ভর্তি : প্রথম ধাপে সুযোগ পেল না ৯৭ হাজার শিক্ষার্থী

বাংলানিউজসিএ ডেস্ক :: ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য প্রথম দফায় করা আবেদনের ফল প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীদের কে কোন কলেজ ও মাদ্রাসায় ভর্তির জন্য নির্বাচিত হয়েছে, রোববার রাত থেকেই তা এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে জানা যাচ্ছে। ঘোষিত ফল অনুযায়ী, এবার একাদশ শ্রেণীতে ভর্তির জন্য বৈধ আবেদন পড়েছে ১৪ লাখ ১৫ হাজার ৮৭৬ জনের। এর মধ্যে প্রথম ধাপে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে মোট ১৩ লাখ ১৮ হাজার ৮৬৬ শিক্ষার্থী। সে অনুযায়ী, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পায়নি ৯৭ হাজার ১০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। তবে এসব শিক্ষার্থীর জন্য পরবর্তী ধাপগুলোয় আবেদন করার সুযোগ রয়েছে।

গত বছরের মতো এবারো ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহায়তায় এ ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। বোর্ডের কলেজ শাখা সূত্রে জানা গেছে, এ ধাপে মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীদের ১১ থেকে ১৮ জুনের মধ্যে ভর্তি নিশ্চিত করতে হবে। এ প্রক্রিয়া সম্পন্ন করতে টেলিটক বা মোবাইল ব্যাংকিং রকেট ও শিওর ক্যাশের মাধ্যমে বোর্ডের রেজিস্ট্রেশন বাবদ ১৯৫ টাকা ফি পরিশোধ করতে হবে। এ প্রক্রিয়ায় ভর্তি নিশ্চিত করতে না পারলে মনোনয়ন ও আবেদন বাতিল হয়ে যাবে।

এ প্রসঙ্গে ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. হারুন অর রশিদ বলেন, রোববার রাত ১২টায় দেয়ার কথা থাকলেও এর কয়েক ঘণ্টা আগে থেকেই ফল পেতে শুরু করে শিক্ষার্থীরা। আর ১২টার পর থেকে সবাই ফল দেখতে পাচ্ছে। কারো মোবাইলে এসএমএস না গিয়ে থাকলে তারা ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারবে। মনোনয়নপ্রাপ্ত সব শিক্ষার্থীকে ১৮ জুনের মধ্যে ভর্তি নিশ্চিত করতে হবে। আর যারা এবার সুযোগ পায়নি, তারা পুনরায় আবেদন করতে পারবে।

গত ১২ থেকে ২৩ মে পর্যন্ত অনলাইনে ও সেলফোন এসএমএসের মাধ্যমে এসএসসি পাস করা শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তির আবেদন নেয়া হয়। এদের মধ্যে শুধু পুনর্নিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হয়েছে, তাদের ৩ ও ৪ জুন পুনরায় ভর্তির জন্য আবেদনের সুযোগ দেয়া হয়। একজন শিক্ষার্থীকে কমপক্ষে পাঁচটি ও সর্বোচ্চ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদনের সুযোগ দেয়া হয়। এর মধ্যে শিক্ষার্থীর এসএসসি ও সমমানের ফল এবং পছন্দক্রমের ভিত্তিতে একটি প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত করে দেয়া হয়।

এদিকে যেসব শিক্ষার্থী প্রথম ধাপে আবেদন করেনি বা ভর্তি নিশ্চিত করবে না, তাদের দ্বিতীয় পর্যায়ে ১৯ ও ২০ জুন আবেদনের সুযোগ দেয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ের আবেদনকারীদের মনোনয়ন দেয়ার আগে প্রথম পর্যায়ে মনোনয়ন নিশ্চিতকারীদের অটো মাইগ্রেশন হবে। অর্থাৎ প্রথম পর্যায়ে যাদের ভর্তির সুযোগ নিশ্চিত করা হয়েছে, তাদের মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে যদি ওপরের কলেজে আসন শূন্য থাকে, তাহলে স্বয়ংক্রিয়ভাবে (অটো) মাইগ্রেশন করা হবে।

প্রসঙ্গত, ২১ জুন রাত ৮টার পর দ্বিতীয় পর্যায়ে নির্বাচিতদের ফল প্রকাশ করা হবে। ২২ ও ২৩ জুন দ্বিতীয় পর্যায়ের মনোনয়ন নিশ্চিত করতে হবে। এরপর ২৪ জুন রাত ৮টার পর থেকে তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে। ২৫ জুন রাত ৮টার পর এ পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে। ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম অনুষ্ঠিত হবে ২৭-৩০ জুন। ক্লাস শুরু হবে ১ জুলাই থেকে। উল্লেখ্য, এ বছর মোট ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ শিক্ষার্থী এসএসসিতে উত্তীর্ণ হয়েছে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১১ জুন ২০১৯/ এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ