Menu

এ বছরই'গ্লোবালকয়েন' পরখ করবে ফেইসবুক

বাংলানিউজসিএ ডেস্ক :: ব্যবহারকারীদের তথ্য ফাঁস, আদালতের সমন, জরিমানা—কোনো কিছু আমলে না নিয়ে নিজস্ব ভার্চুয়াল মুদ্রা ‘গ্লোবালকয়েন’ তৈরির কার্যক্রম চালিয়ে যাচ্ছে ফেইসবুক। সব কিছু ঠিক থাকলে এ বছরের মধ্যেই মুদ্রাটির কার্যকারিতা পরখ করা হবে। ফলাফল পর্যালোচনা করে আগামী বছরের শুরুতেই নির্দিষ্ট কিছু দেশে আনুষ্ঠানিকভাবে মুদ্রাটির কার্যক্রম চালু হবে। মুদ্রাটি কাজে লাগিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই অনলাইনে অর্থ বিনিময়ের পাশাপাশি মূল্যও পরিশোধ করা যাবে। চাইলে এক দেশ থেকে অন্য দেশে প্রিয়জনের কাছে অর্থ পাঠানোর সুযোগও মিলবে এতে। গতানুগতিক ভার্চুয়াল মুদ্রা ‘বিটকয়েন’-এর মতো মান ওঠানামা করবে না। ফলে ব্যবহারকারীদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে না। মুদ্রাটি চালুর অংশ হিসেবে বিভিন্ন দেশের আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনাও শুরু করেছে ফেইসবুক।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৭ মে ২০১৯/ এমএম