Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল ও সামাজিক মাধ্যম জায়ান্ট ফেসবুকের ওপর চাপ বাড়ানোর পরিকল্পনা করছে যুক্তরাজ্য।বাজারে আধিপত্য কাজে লাগিয়ে ছোট প্রতিষ্ঠানকে কোণঠাসা এবং গ্রাহকের যেন ক্ষতি করতে না পারে, সে লক্ষ্যে সামনের বছর থেকে নতুন প্রতিযোগিতামূলক ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে দেশটি।

এক প্রতিবেদন বলছে, কম্পিটিশন অ্যান্ড মার্কেটস অথরিটির (সিএমএ) মধ্যেই আলাদা একটি বিভাগ নতুন নীতিমালা প্রয়োগ করবে। প্রযুক্তি জায়ান্টদের নজরে রাখতে নতুন আইন দরকার বলে এ বছরই দাবি জানিয়েছে বিভাগটি। ডিজিটাল বিজ্ঞাপন খাতে চলছে গুগল এবং ফেসবুকের আধিপত্য।

যুক্তরাজ্যের প্রতিযোগিতা নীতিনির্ধারক সিএমএ জানিয়েছে, ২০১৯ সালে যুক্তরাজ্যে এ খাতে যে এক হাজার চারশ কোটি পাউন্ড খরচ হয়েছে, তার ৮০ শতাংশ দখল করেছে এ প্রতিষ্ঠান দুটি।

এদিকে মার্কিন প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, ডিজিটাল বিজ্ঞাপনের জন্য ব্রিটিশ সরকার এবং নীতিনির্ধারকদের সঙ্গে কাজ করতে তারা অঙ্গীকারাবদ্ধ। বিজ্ঞাপন এবং ডেটার ওপর গ্রাহকদের বিস্তৃত নিয়ন্ত্রণ দেয়াও এর মধ্যে অন্তর্ভুক্ত।

যুক্তরাজ্যে ডিজিটাল সেক্রেটারি অলিভার ডাউডেনের দাবি, অল্প কিছু প্রতিষ্ঠানের ক্ষমতা বেড়েই চলেছে এবং এ বিষয়ে শঙ্কাও বাড়ছে। এর ফলে উদ্ভাবন কমে যাচ্ছে এবং গ্রাহক ও ব্যবসায়ের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০১ ডিসেম্বর ২০২০/এমএম