Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: প্রায় এক মাস আগে থেকেই আলোর ঝলক রয়েছে এমন ভিডিওগুলোয় লেবেল জুড়তে শুরু করেছিল টিকটক। কিন্তু এবার আর লেবেল নয়, সরাসরি ‘স্কিপ অল’ অপশন নিয়ে হাজির হল শর্টভিডিও প্ল্যাটফরম টিকটক।

আলোক সংবেদনশীল মৃগী রোগাক্রান্ত ব্যক্তিদের রক্ষার্থে নতুন ফিচার নিয়ে এসেছে টিকটক। চাইলে ওই ফিচারের সাহায্যে মৃগী রোগীরা সুনির্দিষ্ট কিছু ভিডিও এড়াতে পারবেন। এক ধরনের ভিডিও আলোর ফিল্টার ও ‘সিজার-চ্যালেঞ্জ’-এ সাড়া দিয়ে ব্যবহারকারীরা ক্যামেরার সামনে লুসিড ড্রিমস গান বাজিয়ে মৃগী রোগ আক্রমণের প্রভাব নকল করতে শুরু করার পর এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদের মুখে নতুন এ ফিচার আনল তারা।নতুন এ ফিচারের সাহায্যে সুনির্দিষ্ট কিছু ভিডিও এড়িয়ে চলতে পারবেন আলোক সংবেদনশীল মৃগী রোগাক্রান্ত

ব্যক্তিরা। কেননা এখন থেকে ওই ফিচারের মাধ্যমে কোনো ব্যবহারকারীর সামনে আলোক সংবেদনশীল ভিডিও চলে এলে তাদের একটি নোটিফিকেশন পাঠান হবে। তাই নিজেদের প্রোফাইলকে এ ধরনের ভিডিও থেকে সহজেই দূরে রাখতে পারবেন মৃগী রোগীরা।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৮ নভেম্বের ২০২০/এমএম