প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: দুর্যোগে সহায়তাকারী প্রতিষ্ঠানগুলো যেন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ, ত্রাণদাতা ও স্বেচ্ছাসেবীদের কাছে পৌঁছাতে পারে তা নিশ্চিতে ব্র্যাক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)-কে ডিজিটাল সহায়তা দেবে ফেসবুক।
দুর্যোগকবলিত মানুষের সহায়তায় যাতে ফেসবুকের টুলস ও প্রোডাক্টগুলো সঠিকভাবে ব্যবহার করা যায় সে লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করা হবে। ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছানোর জন্য বিডিআরসিএস এবং ব্র্যাক যে ব্যবস্থাপনা ও প্রস্তুতি গ্রহণ করে তা প্রচারেও সহায়তা করছে ফেসবুক।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ক্রাইসিস রেসপন্স টুলটি দুর্যোগকবলিত এলাকার মানুষকে পুনর্বাসন, খাদ্য, পানি, পরিবহন ও স্বেচ্ছাসেবীমূলক কার্যক্রম সংক্রান্ত সহযোগিতা পৌঁছে দিতে সাহায্য করে। এ বিষয়ে ফেসবুকের দক্ষিণ এশিয়ার পাবলিক পলিসি ডিরেক্টর অশ্বানী রানা বলেন, অনেকে দুর্যোগকবলিত এলাকার মানুষের সাহায্য করতে ফেসবুক ব্যবহার করেন।
বাংলাদেশের বন্যাকবলিত পরিবারদের পাশে দাঁড়াতে এবং তাদের চাহিদাগুলো আরও ভালোভাবে পূরণ করতে ব্র্যাক এবং বিডিআরসিএস-এর মতো সংস্থাগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা বাংলাদেশকে আমাদের সমর্থন জোরদার করতে স্থানীয় অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাব।’
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সচিব মো. মহসিন বলেছেন, ‘ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য পূরণে আমরা এগিয়ে যাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যম প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় ইতোমধ্যেই বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশে দুর্যোগ মোকাবেলায় ফেসবুক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং ব্র্যাক-এর এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।’
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০১ নভেম্বের ২০২০/এমএম