প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: করোনাকালে ফোন নিয়মিত পরিষ্কার করতেই হবে। তবে এক-একটি ডিভাইস পরিষ্কার করার ধরন কিন্তু এক-একরকম। বিশেষ ওয়াইপার দিয়ে পরিষ্কার করা যায় মোবাইল। কিন্তু অ্যালকোহল দিয়ে মোবাইল পরিষ্কারের চেষ্টা করলে আপনার ডিভাইসটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে।
হ্যান্ড স্যানিটাইজার কেনার পাশাপাশি ফোনের জন্য একটি প্রোফেশনাল ক্লিনিং সলিউশনও কিনে ফেলুন। দেখে নেবেন, তাতে যেন আইসোপ্রোপাইল অ্যালকোহল অবশ্যই থাকে। অ্যাপেল ফোন ব্যবহার করলে তা পরিষ্কারের আগে কয়েকটি বিষয় মাথায় রাখুন।
আপনার ডিভাইস ওয়াটার-প্রুফ হলেও ভুল করেও সাবান ব্যবহার করবেন না। অকারণে ফোনটি বেশি মুছবেন না। এতে স্ক্রিন নষ্ট হতে পারে। মোবাইল পরিষ্কারে অযথা কোনো স্প্রে কিংবা ব্লিচ ব্যবহার করবেন না। ফোনে সরাসরি ক্লিনার স্প্রে করবেন না।
মাইক্রোফাইবার কাপড় কিংবা টিসুতে ক্লিনার খানিকটা ঢেলে নিয়ে ধীরে ধীরে ফোনটি পরিষ্কার করুন। ফোনকে জীবাণুমুক্ত রাখতে মাঝেমধ্যেই ক্লিনার ব্যবহার করতে পারেন। পানিতে ধোয়া যায়, এমন কেস ব্যবহার করতে পারেন। তবে ভুল করেও মেক-আপ রিমুভার দিয়ে ফোন মুছবেন না।ফোন মুছতে মাইক্রোফাইবারের মতো অ্যান্টি-স্ট্যাটিক ক্লথ ব্যবহার করুন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০১ নভেম্বের ২০২০/এমএম