Menu

এসএসসিতে জিপিএ-৫ এগিয়ে মেয়েরা

বাংলানিউজসিএ ডেস্ক :: এ বছর মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়েছে মোট ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী। এর মধ্যে মেয়েদের সংখ্যা বেশি।

সোমবার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবার পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন। এর মধ্যে ৫২ হাজার ১১০ জন ছাত্র এবং ৫৩ হাজার ৪৮৪ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। অর্থাৎ ছেলের চেয়ে জিপি-৫ প্রাপ্ত মেয়ের সংখ্যা ১ হাজার ৩৭৪ জন বেশি।

সোমবার রাজধানীতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আনুষ্ঠানিকভাবে ফলের সার-সংক্ষেপ তুলে ধরেন।

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার মোট ২১ লাখ ২৭ হাজার ৮১৫ শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন ছাত্রী এবং ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন ছাত্র। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যেও মেয়েদের সংখ্যা বেশি।

বাংলানিউজসিএ/ঢাকা/ ৬ মে ২০১৯/ এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ