Menu

আসছে মেসেঞ্জার ডেস্কটপ

বাংলানিউজসিএ ডেস্ক :: ডেস্কটপ কম্পিউটারে মেসেঞ্জার আনতে যাচ্ছে ফেসবুক। ক্যালিফোর্নিয়ার স্যান হোসেতে অনুষ্ঠিত এফ৮ ডেভেলপার সম্মেলনে এ ঘোষণা দিয়েছে সামাজিক মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটি।

ম্যাক এবং উইন্ডোজ কম্পিউটারের সফটওয়্যার হিসেবে আনা হবে মেসেঞ্জার।

বর্তমান বিশ্বে ডেস্কটপ কম্পিউটারের চেয়ে মোবাইল ফোনের সংখ্যা অনেক বেশি। ফলে ডেস্কটপের উন্নয়নেও এসেছে ধীরগতি। কিন্তু যেসব কর্মী অফিসে সারাদিন ম্যাক বা পিসি ব্যবহার করেন তাদের জন্য মেসেঞ্জার একটি গুরুত্বপূর্ণ ফাংশন। আর একটি আলাদা মেসেজিং অ্যাপ তাদের দিনের কয়েক ঘণ্টা ফেসবুক ইকোসিস্টেমের মধ্যে রাখবে।

ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, গ্রাহক নিরবচ্ছিন্নভাবে যেকোনো ডিভাইস থেকে বার্তা পাঠাতে চায় এবং কোনো কোনো সময় তারা আরেকটু বেশি শেয়ারিংয়ের জায়গা চায়। তারা যে মানুষগুলোর প্রতি বেশি যত্নশীল তাদের সঙ্গে যুক্ত হতে চায়।

ফেসবুকের এমন পদক্ষেপে মেসেঞ্জারের লাভও বাড়তে পারে। এই প্লাটফরমটিতে বিজ্ঞাপন দিতে বিভিন্ন প্রতিষ্ঠান মুখিয়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে। মেসেঞ্জারের ডেস্কটপ সংস্করণেও মোবাইলের মতো অডিও কল, গ্রুপ ভিডিও কল এবং অন্যান্য ফিচার থাকবে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ৬ মে ২০১৯/ এমএম