বাংলানিউজসিএ ডেস্ক :: নতুন গ্রাহক রেজিস্ট্রেশনের পর কেওয়াইসি (গ্রাহক চেনার কাজ) যাচাই-বাছাই এবং অনুমোদনের আগে গ্রাহক চাইলে শুধু ক্যাশ-ইন করা অর্থের মাধ্যমে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত এয়ারটাইম কিনতে পারবেন। এর বাইরে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না।
এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন বৃহস্পতিবার সব বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), বাংলাদেশে কার্যরত সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিসেস প্রোভাইডার (পিএসপি) প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে সই করেছেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মুহম্মদ বদিউজ্জামান দিদার।
এতে আরও উল্লেখ করা হয়, কেওয়াইসি অনুমোদন না হলে অর্থাৎ রেজিস্ট্রেশন বাতিল করা হলে গ্রাহক স্বার্থ অক্ষুণœ রেখে ক্যাশ-ইন করা অর্থ গ্রাহককে ফেরত দেয়ার ব্যবস্থা রাখতে হবে।
এ ক্ষেত্রে সব এমএফএস প্রোভাইডারকে নিজ নিজ গ্রাহক সেবা কেন্দ্রের মাধ্যমে গ্রাহকের জমা করা অর্থ নগদ উত্তোলনের সুযোগ রাখতে হবে। এমএফএস ছাড়া অন্য সব পিএসপিকে গ্রাহকের সংযুক্ত ব্যাংক হিসাবের মাধ্যমে জমা করা অর্থ ফেরত প্রদানের সুযোগ রাখতে হবে।
বাংলানিউজসিএ/ঢাকা/ ৩ মে ২০১৯/ এমএম