Menu

কানাডার ভ্যানকুভারে বর্ণাঢ্য বৈশাখী মেলা ১৪২৬ উদযাপন

নুরুল ইসলাম, ভ্যানকুভার প্রতিনিধি :: ভ্যানকুভারের আকাশে বাতাসে যেন আনন্দ আর নানান রঙের ছটা লেগেছিল পহেলা বৈশাখে। পাহাড়ের চূড়োয় জমে থাকা তুষারে সূর্যের আলো প্রতিফলিত হয়ে যেন হাসিমুখে বলছিল শুভ নববর্ষ। ১৪ এপ্রিল গ্রেটার ভ্যানকুভারের সারে সিটির রিভারসাইড সিগনেচার হলে অনুষ্ঠিত হয় গ্রেটার ভ্যানকুভার বাংলাদেশ কালচারাল এসোসিয়েশন (জিভিবিসিএ) আয়োজিত দিনব্যাপী বৈশাখী মেলা ১৪২৬। নানা রঙের মুখোশ, ঢোল-করতাল-মন্দিরা আর রঙিন হাসিতে মুখরিত মঙ্গল শোভাযাত্রায় যেন বাংলাদেশের চিরন্তন আবহ ফুটে উঠেছিল।

মঙ্গল শোভাযাত্রার পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘নব আনন্দে জাগো’। পুরো আয়োজন জুড়ে ছিল বাঙালিয়ানা। স্বাগত বক্তব্যে সংগঠনের জেনারেল সেক্রেটারি শাহানা আকতার মহুয়া বলেন, পহেলা বৈশাখ একটি সার্বজনীন অনুষ্ঠান। এতে জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে। তাইতো এই উৎসব বাঙালির প্রাণের উৎসব। আত্মপরিচয়ের শেকড় ও বাঙালি জাতির সত্তা প্রোথিত রয়েছে এই উৎসবে। বহু সংস্কৃতির এই দেশে বেড়ে ওঠা প্রজন্মকে আমরা আমাদের সংস্কৃতির সাথে সম্পৃক্ত করতে চেয়েছি। আজ তাই পুরো অনুষ্ঠান জুড়েই আছে তাদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ’। সমবেত কণ্ঠে পহেলা বৈশাখের আবাহন সঙ্গীত এসো হে বৈশাখ, এসো এসোপরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক পর্ব।

অনুষ্ঠান প্রাঙ্গনে রাখা বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশা, রকমারি পোশাক, গয়না ও হরেক রকমের খাবারের দোকানগুলোর সমন্বয়ে যেন প্রবাসের বুকে উঠে এসেছিল এক টুকরো বাংলাদেশ। শুধু বাঙালিরাই নন, বিভিন্ন ভাষা এবং সংস্কৃতির দর্শকের সমাগম ছিল বৈশাখী মেলায়। সারে সিটি মেয়র Mr. Doug McCallum, ডেপুটি স্পিকার Raj Chouhan, মিনিস্টার অব লেবার (প্রভিন্সিয়াল) Harry Bains, সিনিয়র ভ্যাঙ্কুভার পুলিশ ডিটেকটিভ Kal Dosanjh সহ শুভেচ্ছা জানাতে মেলায় এসেছিলেন Sukh Dhaliwal MP, Ken Hardie MP, Jagroop Brar MLA, Peter Julian MP, Michael Lee MLA, Todd Stone MLA, Randeep Sarai MP, Harpreet Singh, MP Candidate.

অনুষ্ঠানে তিনজন আলোকিত মানুষ শাহীন রেজানূর, বুলি ইসলাম এবং অদিতি মলি দত্ত-কে সম্মাননা দেয়া হয়। জাহিদ লতিফ, সাহিল, আনিকা মাহমুদ আর দুলাল আল হোসাইনের প্রাণবন্ত উপস্থাপনা এবং নাটক, ফ্যাশন শো সহ সাংস্কৃতিক পরিবেশনা মেলায় উপস্থিত তিন সহস্রাধিক দর্শক-শ্রোতাকে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত মুগ্ধ করে রাখে। স্থানীয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা শেষে মঞ্চে আসেন সিয়াটল থেকে আগত আমন্ত্রিত শিল্পী RedFm Multicultural Idol Winner 2017 মুনমুন আহমেদ।

সংগঠনের সভাপতি জনাব তারিক মালিক বলেন, পহেলা বৈশাখের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বহমান রয়েছে। এ আমাদের লোকসংস্কৃতির অংশ যার মধ্যে লুক্কায়িত থাকে মানুষের অতীত সমাজের মূল্যবোধ, বিশ্বাস, প্রথা, কলা, নৈতিকতাবোধ, জীবন-সংগ্রাম, সৃজনশীলতা ইত্যাদি, যা আমরা আবহমানকাল ধরে লালন করে চলেছি। আসুন, হাজার বছরের পুরনো আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতিকে অন্য জাতির কাছে তুলে ধরি।

বাংলানিউজসিএ/ঢাকা/২০ এপ্রিল ২০১৯/ইনএন