Menu

সরকারি প্রকল্পে থাকবে দেশি সফটওয়্যার: পলক

বাংলানিউজসিএ ডেস্ক :: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের সরকারি প্রকল্পগুলোতে যেসব সফটওয়্যার ব্যবহৃত হবে তা দেশীয় প্রতিষ্ঠান থেকে নেওয়া হবে। বিদেশিদের কাছ থেকে নেওয়া হবে না। এ লক্ষ্যে ২০২১ সাল নাগাদ দেশের তরুণ সমাজকে আইটি খাতে প্রস্তুত করতে শেখ হাসিনা ইনস্টিটিউট অব টেকনোলজি (এসএইচআইএফটি) তৈরির কাজ চলছে।

আজ মঙ্গলবার সকালে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আনুষ্ঠানিকভাবে সফটওয়্যার মেলার উদ্বোধন করার সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ কথা বলেন।

টেকনোলজি ফর প্রসপারিটি স্লোগানে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দেশের সফটওয়্যার এবং আউটসোর্সিং খাতের প্রদর্শনী ‘বেসিস সফটএক্সপো-২০১৯ ’। প্রায় ২৫০ টিরও বেশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক দেশি-বিদেশি প্রতিষ্ঠান এবারের আয়োজনে অংশ নিচ্ছে।

মেলা উদ্বোধনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবির, এক্সপো কমিটির আহ্বায়ক ফারহানা এ রহমান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেবসহ বেসিসের সদস্য ও এক্সপোতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রদর্শনীর উদ্বোধনকালে প্রতিমন্ত্রী পলক বলেন, আগামীর সমৃদ্ধির জন্য প্রযুক্তির কোনো বিকল্প নেই। ১০ বছর আগেও ঢাকার বাইরে ব্রডব্যান্ড কানেকশন ছিল না। ঢাকা ও চট্টগ্রামের বাইরে অপটিক্যাল ফাইবার ছিল না। এখন ইউনিয়ন পর্যন্ত অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক আছে। ইন্টারনেট গ্রাহক আছে প্রায় ১০ কোটি। ৯৫ শতাংশ মানুষ বিদ্যুতের আওতাধীন। ‘কানেক্টেড বাংলাদেশ’ প্রকল্পের আওতায় দুর্গম পাহাড়ি অঞ্চলসহ দেশের সব ইউনিয়নে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য কাজ করছে সরকার।

মেলা চলবে ২১ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বিনা মূল্যে মেলায় প্রবেশ করা যাবে।

বাংলানিউজসিএ/ঢাকা/১৯ মার্চ ২০১৯/ইএন