Menu

বিশ্বজুড়ে ফেইসবুকে বিভ্রাট

বাংলানিউজসিএ ডেস্ক :: জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক ব্যবহারে ভোগান্তিতে পড়েছেন ব্যবহারকারীরা। বুধবার রাত থেকে ফেইসবুকে কোনো লিংক শেয়ার কিংবা পোস্ট দেয়া যাচ্ছে না। বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারী এই সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে বিবিসির খবরে বলা হয়েছে।

এছাড়াও ফেইসবুকের মেসেঞ্জার ও ইনস্টাগ্রামেও একই সমস্যা দেখা দিয়েছে। তাদের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ১০টা থেকে এই সমস্যার শুরু। কী কারণে এই সমস্যা দেখা দিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

ফেইসবুক কর্তৃপক্ষ বলেছে, আমরা দেখছি, কিছু ব্যবহারকারী ফেইসবুক ও আমাদের অন্য অ্যাপ ব্যবহারে সমস্যা পোহাচ্ছেন। সমস্যাটি দ্রুততম সময়ে সমাধানে কাজ চলছে।

ফেইসবুক মেসেঞ্জারের ডেস্কটপ সংস্করণে সমস্যা চললেও মোবাইল সংস্করণ ঠিক আছে বলে বিবিসি জানিয়েছে। ফেইসবুকের আরেকটি অ্যাপ হোয়াটস অ্যাপ ব্যবহারেও সমস্যা হচ্ছে না।

এই সমস্যা খুব বেশি সময় দীর্ঘস্থায়ী হয়নি। অল্প কিছু সময়ের মধ্যে তা চিহ্নিত করা গেছে এবং তা ঠিকও হয়ে গেছে। কারিগরি ত্রুটির কারণেই কিছু সমস্যা হয়েছে। তবে এর সঙ্গে হ্যাকিংয়ের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

বাংলানিউজসিএ/ঢাকা/১৪ মার্চ ২০১৯/ইএন