বাংলানিউজসিএ ডেস্ক :: চতুর্থ শিল্পবিল্পব বা ডিজিটাল বিপ্লবের এ সময়ে প্রযুক্তির ব্যবহার সর্বত্রই বেড়ে চলেছে। চাকরির বাজারে প্রযুক্তির বিভিন্ন ভাষা এবং এর ব্যবহারে দক্ষ মানুষের চাহিদাও বাড়ছে। নতুন নতুন উদ্ভাবন যেমন বাড়ছে তেমনই বাড়ছে সেসব উদ্ভাবন পরিচালনার টেকনিক। আজকের আয়োজনে ২০১৯ সালের সেরা সাত প্রযুক্তি দক্ষতা।
এসকুয়েল : রিলেশনাল ডাটাবেজ ম্যানেজের জন্য এটি একটি শক্তিশালী ল্যাংগুয়েজ। এর উচ্চারণ সেকুয়েল বা এসকুয়েল ess-cuell (Structured Query
Language)। রিলেশনাল ডেটাবেস এই ল্যাংগুয়েজ দিয়ে যে কোনো ডেটাবেস সিস্টেমের ডেটা পরিচালনা (Manipulate) এবং একসেস করতে পারবে যেমন- MySQL, SQL Server, Oracle ইত্যাদি। এটাকে বলা হয় 4th জেনারেশন ল্যাংগুয়েজ। ২০১৯ সালে চাকরির বাজারে এ প্রযুক্তিটির চাহিদা ছিল ২১.৯ শতাংশ।
জাভা : জাভা বর্তমানে বহুল ব্যবহৃত একটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। এন্টারপ্রাইজ এপ্লিক্যান্টস ডেভেলপমেন্টে এখনও জাভার বিকল্প তৈরি হয়নি বলে ধরা হয়। জাভার জনপ্রিয়তার মূল কারণ এর পোর্টাবিলিটি, নিরাপত্তা এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ও ওয়েব প্রোগ্রামিংয়ের পরিপূর্ণ সাপোর্ট। ২০১৯ সালে চাকরির বাজারে এ প্রযুক্তিটির চাহিদা ছিল ২০.৮ শতাংশ।
পাইথন : পাইথন একটি শক্তিশালী হাই-লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। বর্তমান সময়ের সবচেয়ে চাহিদাসম্পন্ন ও প্রয়োজনীয় একটি ল্যাঙ্গুয়েজ এটি। পাইথন এমন একটি ভাষা যার গঠনশৈলী অনন্য এবং প্রকাশভঙ্গি অসাধারণ। চমৎকার এ ল্যাঙ্গুয়েজটি ওয়েব, ডেস্কটপ, মোবাইল, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, সাইন্টিফিক কম্পিউটিং কিংবা মেশিন লার্নিং বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। ২০১৯ সালে চাকরির বাজারে এ প্রযুক্তিটির চাহিদা ছিল ১৮.০ শতাংশ।
লিনাক্স : লিনাক্স একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। আমাদের মোবাইল ফোন থেকে শুরু করে ল্যাপটপ, ডেস্কটপ, সার্ভার এমনকি সুপার কম্পিউটারেও রয়েছে লিনাক্সের গুরুত্বপূর্ণ ভূমিকা। পৃথিবীর ৯৫ ভাগের বেশি সারভার কম্পিউটারগুলোতে লিনাক্স ব্যবহৃত হয়। আবার ক্ষুদ্র অনেক ডিভাইজ যেমন মোবাইল ফোন, গাড়ি, বিভিন্ন উৎপাদন কারখানার যন্ত্র, বায়োমেট্রিক ডিটেকশন ডিভাইস ইত্যাদিতে লিনাক্সের কার্নেলকেই পরিবর্তন করে ব্যবহার করা হয়েছে। ২০১৯ সালে চাকরির বাজারে এ প্রযুক্তিটির চাহিদা ছিল ১৪.৯ শতাংশ।
জাভাস্ক্রিপ্ট : জাভাস্ক্রিপ্ট একটা জনপ্রিয় স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যা ওয়েবপেজের ইন্টারঅ্যাকটিভিটি ও ফাংশনালিটি বৃদ্ধি, ফরম ভ্যালিডেশন, ব্রাউজার নির্দেশ, সময় ও তারিখ নির্দেশ ইত্যাদি কাজে ব্যবহৃত হয়। জাভাস্ক্রিপ্ট ক্লায়েন্ট এবং সার্ভার উভয়দিকেই কাজ করতে পারে। তাই ইহা ইউজারের কাছ থেকে ডাটা নিয়ে প্রয়োজনীয় প্রসেস সম্পন্ন করে সার্ভারে প্রেরণ করতে সক্ষম। ২০১৯ সালে চাকরির বাজারে এ প্রযুক্তিটির চাহিদা ছিল ১৪.৫ শতাংশ।
আমাজন ওয়েভ সার্ভিস : আমরা জানি, বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স প্রতিষ্ঠান ‘অ্যামাজন’। ক্লাউড কম্পিউটিংয়ে যেসব আন্তর্জাতিক প্রতিষ্ঠান নেতৃত্ব দিচ্ছে তাদের মধ্যে অন্যতম এ অ্যামাজন ওয়েব সার্ভিসেস। অ্যামাজন ক্লাউডে অনেক ধরনের সার্ভিসেস প্রদান করে থাকে, তার মধ্যে অন্যতম হল- ডাটা স্টোরেজ, ওয়েভ হোস্টিং, ভিপিএন সার্ভিস ইত্যাদি। ২০১৯ সালে চাকরির বাজারে এ প্রযুক্তিটির চাহিদা ছিল ১৪.২ শতাংশ।
সি প্লাস প্লাস : এটি একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা যাতে উচ্চ শ্রেণি এবং নিু শ্রেণির ভাষাগুলোর সুবিধা সংযুক্ত আছে। এটি সর্বকালের অন্যতম জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা এবং সফটওয়্যার শিল্পে এটি বহুল ব্যবহৃত হয়। যেমন- সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ডিভাইস ড্রাইভার, এম্বেডেড সফটওয়্যার, উচ্চমানের সার্ভার ও ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন, বিনোদন সফটওয়্যার যেমন- ভিডিও গেম ইত্যাদি ক্ষেত্রে সি++ ব্যবহৃত হচ্ছে। ২০১৯ সালে চাকরির বাজারে এ প্রযুক্তিটির চাহিদা ছিল ১০.৭ শতাংশ।
বাংলানিউজসিএ/ঢাকা/ ১৯ ডিসেম্বর ২০১৯ /এমএম





