বাংলানিউজসিএ ডেস্ক :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘গ্রাজুয়েট ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (জিডিএন)-সাস্ট’র উদ্যোগে প্রথমবারের মতো ‘ন্যাশনাল স্কিলস ফেস্ট-১৯’আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার শাবি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান।
তিনি জানান, ফেস্টে প্রো-প্রেজেন্টার, অনলাইন স্পিচ প্রতিযোগিতা ও এপটিটিউড টেস্ট- এই তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের আগামী ২ মার্চের মধ্যে ভিডিও এবং ৩ মার্চের মধ্যে প্রেজেন্টেশন জমা দিবে হবে। এর মধ্য থেকে বাছাইকৃত দশটি গ্রুপ এবং দশজন করে সদস্য চূড়ান্ত পর্বে অংশ নিতে পারবেন বলে জানান তিনি।
তিনি আরো জানান, ওইদিন বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। এই ওয়ার্কশপে মেন্টর হিসেবে ইস্ট-ওয়েস্ট ইন্ড্রাস্টিয়াল পার্কের সিইও শিব্বির আহমেদ ও ক্যাপস্টোন এডুকেশনের পক্ষ থেকে নির্বাহী উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি রেহেনা বেগম, সাবেক সাধারণ সম্পাদক অরুপ রতন পাল প্রমুখ।
বাংলানিউজসিএ/ঢাকা/২ মার্চ ২০১৯/ইএন