বাংলানিউজসিএ ডেস্ক :: ডেটা পোর্টেবিলিটি টুল নামে ফেসবুক পরীক্ষামূলকভাবে নতুন একটি টুল চালু করছে। গুগল ফটোসে সরাসরি ছবি ট্রান্সফার করা যাবে এ টুলের মাধ্যমে।টুলটি ব্যবহার করলে ফেসবুকের ছবি সরাসরি গুগল ফটোসে আপলোড হবে। আলাদাভাবে ছবি ডাউনলোড করে আর গুগল ফটোসে রাখার প্রয়োজন পড়বে না। ডেটা পোর্টেবিলিটি টুল নিয়ে সোমবার থেকে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে আয়ারল্যান্ডে।
ব্যবহারকারীদের প্রতিক্রিয়া অনুযায়ী টুলটিতে কিছু বদল আনা হবে। টুলটি পুরোদমে চালু হবে ২০২০ সালের প্রথম ভাগে। ব্যবহারকারীদের সব তথ্য মুষ্টিগত না করার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের নীতিনির্ধারকরা ফেসবুকের ওপর চাপ প্রয়োগ করেছিলেন।এ চাপের কারণেই ওপেন-সোর্স ডেটা ট্রান্সফার প্রজেক্টে অংশ নিয়ে ছবি ট্রান্সফারের টুল চালুর সিদ্ধান্ত নেয় ফেসবুক। এ প্রজেক্টের অন্যান্য অংশগ্রহণকারীর তালিকায় আছে অ্যাপল, গুগল, মাইক্রোসফট ও টুইটার।
ফেসবুক জানিয়েছে- আপাতত গুগল ফটোসের মধ্য দিয়ে ডেটা ট্রান্সফার প্রজেক্টের সূচনা করলেও ভবিষ্যতে অন্যান্য প্ল্যাটফর্মেও এ টুল ব্যবহার করা যাবে। অন্যান্য প্ল্যাটফর্মে কোন ধরনের ডেটা ট্রান্সফার করা যাবে তা নিয়ে তারা যুক্তরাজ্য, জার্মানি, ব্রাজিল ও সিঙ্গাপুরের নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা ও শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা করেছে ফেসবুক।
বাংলানিউজসিএ/ঢাকা/ ০৪ ডিসেম্বর ২০১৯ /এমএম





