Menu

ডাকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু

বাংলানিউজ সিএ ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। প্রত্যেক হল প্রাধ্যক্ষের অফিসে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ অব্যাহত থাকবে। তবে এই মনোনয়নপত্র টাকা ছাড়াই সংগ্রহ করা যাবে।

ডাকসুর রিটার্নিং কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, ‘ডাকসুর তফসিল অনুযায়ী মঙ্গলবার থেকে প্রত্যকটি হলে মনোনয়নপত্র বিতরণ করা হবে। এটির জন্য কোনও প্রকার ফি দেওয়া লাগবে না।’

নির্বাচনের আচরণবিধি অনুসারে মনোনয়নপত্র গ্রহণের সময় একজন প্রার্থীর সঙ্গে পাঁচজনের বেশি সমর্থক থাকতে পারবেন না।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘোষিত তফসিল অনুযায়ী আজ (১৯ ফেব্রুয়ারি) মঙ্গলবার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হচ্ছে। চলবে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

তবে বিতরণ শুরু হলে আজই তা না নেওয়ার কথা জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০ ফেব্রুয়ারি জার্মানি থেকে ফিরে এলে মনোনয়নপত্র নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন ছাত্রলীগের একাধিক নেতা।

বাংলানিউজসিএ/ইএন/২১ ফেব্রুয়ারি ২০১৯ইং


Array

এই বিভাগের আরও সংবাদ