Menu

স্টুডেন্টস কেবিনেট নির্বাচন ১৪ মার্চ

বাংলানিউজ সিএ ডেস্ক :: ‘স্টুডেন্টস কেবিনেট নির্বাচন ২০১৯’ আয়োজনের সময় আবারো পিছিয়েছে। নতুন ঘোষিত তারিখ অনুযায়ী ২ মার্চের পরিবর্তে আগামী ১৪ মার্চ স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব সালমা জাহান বলেন, ‘২ মার্চ এসএসসি ও সমমান পরীক্ষা থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ২ মার্চ অনুষ্ঠিব্য নির্বাচন হবে না। নির্বাচনের জন্য ১৪ মার্চ নতুন তারিখ ঠিক করা হয়েছে।’

এর আগে স্ব স্ব প্রতিষ্ঠানে স্টুডেন্টস কেবিনেট নির্বাচনের দিন ধার্য করে শিক্ষা মন্ত্রণালয়। ঘোষিত তারিখ অনুযায়ী জাঁকজমকভাবে নির্বাচন করতে প্রস্তুতিও নেয় এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এবার ২ মার্চ অনুষ্ঠিত হবে ১৮ ফেব্রুয়ারির স্থগিত হওয়া এসএসসি/দাখিল পরীক্ষা। যার ফলে কেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জীব বিজ্ঞান ও অর্থনীতি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ কারণে নির্বাচন পিছিয়ে দেয়া হয়েছে।

বাংলানিউজসিএ/ইএন/২১ ফেব্রুয়ারি ২০১৯ইং