প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: প্রযুক্তি জগতে আবারও ইতিহাস গড়লো সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো আবুধাবিতে পরীক্ষামূলকভাবে চালু হলো ৬-জি (৬এ) ইন্টারনেট সেবা, যেখানে গতি প্রতি সেকেন্ডে ১৪৫ গিগাবিট (Gbps)। এ অবিশ্বাস্য গতিকে দেশটির টেলিযোগাযোগ খাতের জন্য একটি যুগান্তকারী মাইলফলক হিসাবে দেখা হচ্ছে।এ পরীক্ষামূলক উদ্যোগটি পরিচালনা করেছে আবুধাবিভিত্তিক টেলিকম জায়ান্ট ‘ই অ্যান্ড ইউএই’। প্রতিষ্ঠানটির দাবি, এটি ভবিষ্যতের যোগাযোগ ব্যবস্থাকে সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে যাবে।ভাবা যায়, ১৪৫ জিবিপিএস গতিতে একজন ব্যবহারকারী প্রতি সেকেন্ডে প্রায় ৯টি পূর্ণদৈর্ঘ্য এইচডি সিনেমা ডাউনলোড করতে পারবেন! অর্থাৎ, এক পলকে বিশাল ডেটা স্থানান্তরের ক্ষমতা নিয়ে ৬-জি হচ্ছে আগামী প্রজন্মের ইন্টারনেট বিপ্লবের সূচনা।
ই অ্যান্ড ইউএইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ এম শরীফ মাহমুদ বলেন, ‘বাস্তবিক অর্থে ৬-জি মানে হলো তাৎক্ষণিক প্রতিক্রিয়ার চেয়েও দ্রুত গতি, বিশাল ব্যান্ডউইথ এবং কোয়ান্টাম-প্রতিরোধী নিরাপত্তা। এর মাধ্যমে নেটওয়ার্কগুলোর মধ্যে সংযোগ হবে আরও মসৃণ ও কার্যকর’।তিনি আরও জানান, যেখানে ৫.৫জি প্রস্তুত ভৌত এআই’ (ফিজিকাল এআই) সেবার জন্য, সেখানে ৬-জি হবে আরও বুদ্ধিমান, স্বয়ংক্রিয় এবং সৃজনশীল নেটওয়ার্ক। এটি শুধু স্থলভাগ নয়, বরং মরুভূমি, সমুদ্রপথ ও আকাশসীমাতেও নিরবচ্ছিন্ন ইন্টারনেট নিশ্চিত করতে ‘নেটওয়ার্ক অব নেটওয়ার্কস’ তৈরি করবে।ই অ্যান্ড ইউএইয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রযুক্তি কর্মকর্তা মারওয়ান বিন শাকের বলেন, ‘এ অর্জন ৬-জির রূপান্তরমূলক সম্ভাবনাকে বাস্তবে রূপ দেবে। এটি মানুষ, ব্যবসা ও স্মার্ট শহরের সংযোগ কাঠামো সম্পূর্ণ বদলে দেবে’।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২১ অক্টোবর ২০২৫ /এমএম