Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: কৃষি শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণে সমৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়ে সুদীর্ঘ অগ্রযাত্রার ২৫ তম বছরে পা রেখেছে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ক্যাম্পাসে রঙিন শোভাযাত্রা, সাংস্কৃতিক সন্ধ্যাসহ বর্ণাঢ্য আয়োজন করা হয়। সপ্তাহজুড়ে সমগ্র বিশ্ববিদ্যালয়ে বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা পথের ২৪তম স্বীকৃতি-অনুষ্ঠানিক প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের দিন ১১ সেপ্টেম্বর। যদিও শিক্ষা ও গবেষণামুখী প্রতিষ্ঠান হিসেবে এ বিদ্যাপীঠের যাত্রা ৮৬ বছরের।উপাচার্য অধ্যাপক আব্দুল লতিফের নেতৃত্বে গৌরবোজ্জ্বল ইতিহাসের ৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে নানামুখী কার্যক্রম গ্রহণ করা হয়।

১৯৩৮ সালের ১১ ডিসেম্বর ‘বেঙ্গল অ্যাগ্রিকালচারাল ইনস্টিটিউট (বিএআই)’ নামে এ প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। অগ্রযাত্রার সেই সময় থেকে কৃষিক্ষেত্রে অনন্য অবদান রেখে চলেছে রাজধানী ঢাকার বুকে গড়ে ওঠা সবুজে আবৃত এ বিশ্ববিদ্যালয়।সমৃদ্ধি ও ঐতিহ্যের সঙ্গে এগিয়ে চলা বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাবার্ষিকী পরিবর্তন করে ১১ সেপ্টেম্বর ফিরে আসার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসেন বলেন, মূলত ২০০১ সালের ১১ সেপ্টেম্বর জাতীয় সংসদে ‘Sher-e-Bangla Agricultural University Act’ পাশ হয় এবং ১৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

প্রকৃত অর্থে ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় দিবস পালিত হওয়ার কথা থাকলেও আওয়ামী আমলে এক নেতাকে খুশি করতে তখনকার সময়ের প্রশাসন ১৫ জুলাইকে বিশ্ববিদ্যালয় দিবস পালন করা শুরু করেছিল, যা ছিল নীতিবিরুদ্ধ।একক কোনো ব্যক্তিকে খুশি করতে একটি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কাযক্রমে পরিবর্তন হওয়া অনৈতিক বিষয়। আমরা মূলত আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রকৃত দিবসকে বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করার উদ্যোগ নিয়েছি।তিনি বলেন, দায়িত্ব গ্রহণের এক বছরে আমরা নানামুখী শিক্ষার্থীবান্ধব কার্যক্রম গ্রহণ করেছি, যা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা দৃঢ় সংকল্পবদ্ধ।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১১ সেপ্টেম্বর  ২০২৫ /এমএম

 


Array