প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ব্যবহারকারীদের দুটি খবর দিয়েছে স্পটিফাই— একটি সুখের, অন্যটি দুঃখের। খুব দ্রুতই নতুন ফিচার আনতে যাচ্ছে মিউজিক স্ট্রিমিং প্লাটফর্মটি। দুঃসংবাদ হচ্ছে, এখন থেকে বাড়তে যাচ্ছে সাবস্ক্রিপশন ফি।কোম্পানিটির কো-প্রেসিডেন্ট ও চিফ বিজনেস অফিসার অ্যালেক্স নরস্ট্রমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস। পত্রিকাটিকে নরস্ট্রম বলেছেন, স্পটিফাই নতুন ফিচার আনছে এবং এক বিলিয়ন ইউজার চাচ্ছে।
আগস্টে অ্যাপটি জানায়, প্রফিট বাড়াতে সেপ্টেম্বর থেকে সাবস্ক্রিপশন ফি বাড়ানো হবে। সুইডিশভিত্তিক অ্যাপটি জানিয়েছে, ইউরোপ, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ল্যাতিন আমেরিকা ও এশিয়া-প্যাসেফিক অঞ্চলে ফি বাড়ানো হবে। অঞ্চলভেদে মূল্য ১১.৯৯ ইউরো (১৪.০৫) ডলার থেকে ১০.৯৯ ইউরোতে নেওয়া হবে।তবে মূল্য বাড়ানোর বিষয়টি নিশ্চিত করতে বার্তা সংস্থা রয়টার্স স্পটিফাইকে প্রশ্ন করেছিল। তবে প্রতিষ্ঠানটি বক্তব্য দিতে রাজি হয়নি।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৬ আগস্ট ২০২৫ /এমএম