Menu

আন্দোলনের মধ্যে বশেমুরবিপ্রবিতে শেখ হাসিনার জন্মদিন পালিত

বাংলানিউজসিএ ডেস্ক :: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের অপসারণ দাবিতে চলমান আন্দোলনের মধ্যে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেছেন শিক্ষার্থীরা।শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জয় বাংলা চত্বরে ২০ পাউন্ড ওজনের একটি কেক কেটে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর জান্মদিন পালন করেন।

এসময় “ শুভ শুভ-শুভ দিন, প্রিয় নেত্রীর জন্মদিন, শুভ শুভ-শুভ দিন, শেখ হাসিনার জন্মদিন ” শিক্ষার্থীদের শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।এর আগে, উপাচর্যের অপসারণের দাবিতে আন্দোলনের দশম দিনে সকাল থেকে শিক্ষার্থীরা প্রশাসানিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল করে।

বিকালে বাদআসর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে শিক্ষার্থীরা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।প্রতিবছর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শেখ হাসিনার জন্মদিন পালন করলেও- এবার আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এসব আয়োজন করা হয়।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৮ সেপ্টেম্বর ২০১৯/ এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ