প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা এখন তুঙ্গে। তুমুল জনপ্রিয় হোয়াটসঅ্যাপ মেসেজিং প্ল্যাটফর্ম। আমরা প্রতিনিয়তই মেসেজ, ছবি, ভিডিও, ফাইল আদান-প্রদানের মাধ্যমে কাজ করে চলেছি। অনেকেই ঘন ঘন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ছবি ও শর্ট ভিডিও শেয়ার করে থাকি। আর হোয়াটসঅ্যাপে চাইলে ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো স্ট্যাটাসও দিই।
তবে এর সঙ্গে চাইলে আপনি আপনার পছন্দের গানও অ্যাড করতে পারেন। মেটার অন্যান্য সামাজিক প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো, আপনি হোয়াটসঅ্যাপে একটি ছবির জন্য ১৫ সেকেন্ড পর্যন্ত এবং ভিডিও আপলোড করার সময় ৬০ সেকেন্ড পর্যন্ত গান যোগ করতে পারেন। গান যুক্ত করলেও তা এন্ড-টু-এন্ড এনক্রিপশন দ্বারা সুরক্ষিত থাকবে।
পোস্ট করার পর ২৪ ঘণ্টা পর্যন্ত স্ট্যাটাস থাকবে। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস কম্পোজারে এখন একটি নতুন সংগীত আইকন অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ট্যাপ করলে একটি পপ-আপ কার্ড প্রদর্শন করে। সেখান থেকে আপনি নির্দিষ্ট ট্র্যাক অনুসন্ধান করতে পারবেন।
দেখে নিন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কীভাবে গান যোগ করবেন—
প্রথমে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলুন। এরপর নিচের নেভিগেশন বারে আপডেট ট্যাবে ট্যাপ করুন। এবার স্ট্যাটাস যোগ করুন, বোতামটি ট্যাপ করুন। এরপর বিল্ট-ইন মিডিয়া পিকার থেকে একটি ছবি কিংবা ভিডিও নির্বাচন করুন।
আর স্ক্রিনের ওপরে নতুন সংগীত আইকনে আলতো চাপ দিন। এরপর একটি গান খুঁজে নিন। অথবা পপ-আপ কার্ডে তালিকাভুক্ত জনপ্রিয় ট্র্যাকগুলোর মধ্যে একটি নির্বাচন করুন। আপনি যে গানটি ব্যবহার করতে চান, তার একটি অংশ নির্বাচন করতে স্ক্রিনের নিচে স্লাইডারটি টেনে আনুন।
এবার ট্র্যাকের সঠিক অংশটি নির্বাচন করা হয়েছে কিনা তা পরীক্ষা করার পর, স্ট্যাটাস কম্পোজারে ফিরে যেতে ডান অপশনে ট্যাপ করুন। এবার সবুজ সেন্ড বোতামে ট্যাপ করে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপলোড করুন। আপনার কাজ শেষ।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৩ জুলাই ২০২৫ /এমএম