প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে ‘২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে লালমাটিয়া গার্লস স্কুলের শিক্ষার্থীরা। স্কুল পর্যায়ে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মোহাম্মদপুর থানা এলাকায় প্রথম হয়েছে প্রতিষ্ঠানটি।বৃহস্পতিবার মোহাম্মদপুর থানা শিক্ষা অফিসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
লালমাটিয়া গার্লস স্কুলের সভাপতি সহকারী অ্যাটর্নি জেনারেল রুনা লায়লা জানান, জুলাই-আগস্ট বিপ্লব আমাদের জন্য একটি বড় পাওয়া। একজন স্বৈরশাসককে উৎখাতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থী থেকে শুরু করে দেশের আমজনতার অংশগ্রহণ ছিল এই আন্দোলনে। স্বৈরাচার সরকার পতনে শিক্ষার্থীরা রাজধানীসহ সারা দেশের দেয়ালে দেয়ালে গ্রাফিতি ফুটিয়ে তুলেছে। অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে উদ্যোগ নিয়ে এক বছর পূর্তি উপলক্ষ্যে প্রতিটি এলাকায় ‘২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতার আয়োজন করে।যেখানে থানা পর্যায়ে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান প্রথম স্থান অর্জন করেছে। আমরা চাই প্রতিবছর জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে সরকার এমন চিত্রাঙ্কনের আয়োজন করবে।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৮ জুলাই ২০২৫ /এমএম