Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ ও শিক্ষকদের মূল্যায়নের লক্ষ্যে ‘ক্লাশ মনিটরিং সফটওয়্যার’ চালুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।সোমবার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে উপাচার্যের সম্মেলন কক্ষে এ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সফটওয়্যারটির কার্যক্রম আগামী জুলাই মাস থেকে শুরু হওয়ার সম্ভাবনার কথা জানানো হয়। প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থার মাধ্যমে শ্রেণিকক্ষে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সভায় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার ও আইসিটি সেলের পরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সভায় জানানো হয়, ‘জেএনইউ ক্লাস মনিটরিং সিস্টেম (সিএমএস)’ নামে সফটওয়্যারটি আগামী জুলাই মাসের মধ্যে চালু করার পরিকল্পনা রয়েছে। প্রতিদিনের ক্লাস রুটিন অনুসারে শিক্ষকদের পাঠদান কার্যক্রম মনিটরিং করার পাশাপাশি সফটওয়্যারটির মাধ্যমে শিক্ষার্থীরা ক্লাস-পরবর্তী রিভিউ ও রেটিং দিতে পারবেন। এতে শিক্ষকের পাঠদানের গুণগতমান যাচাই ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে।

সভায় প্রজেক্টরের মাধ্যমে সফটওয়্যারটির ফিচার ও সম্ভাব্য ব্যবহারের ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইতোমধ্যে বিভাগীয় চেয়ারম্যানদের মতামতের ভিত্তিতে সফটওয়্যারে কিছু নতুন ফিচার সংযুক্ত করা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজনে আরও আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে।এর আগে গত জানুয়ারিতে অনুষ্ঠিত এক সভায় উপাচার্যের ঘোষণার মাধ্যমে ‘ক্লাশ মনিটরিং সিস্টেম (সিএমএস)’ সফটওয়্যারটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০২ জুন ২০২৫ /এমএম

 


Array

এই বিভাগের আরও সংবাদ