Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: গরমে এসি কেনার কথা ভাবছেন অনেকেই। তবে এসিতে বিদ্যুতের বিলের কথা ভেবে পিছিয়ে আসেন। অনেকেই এসি কিনেন, কারও এসিতে বিল বেশি আসে, আবার কারও এসিতে কম। তাই এসি কিনতে বিদ্যুৎ বিল নিয়ে দুশ্চিন্তা—ভাবছেন কি করবেন? এসি কেনার আগে মনে রাখবেন— সঠিক তাপমাত্রা অনুযায়ী এসি কিনছেন কিনা?

আর এসি কেনার আগে জেনেশুনে তারপর কিনবেন। আবার এসি কেনার পর হিসাব করে চালালে খুব বেশি বিল আসার কথা নয়। তবে কিছু ভুল করলে মুশকিল। এসি কেনার আগে এমন ‘ভুল’ অনেকেই করে থাকেন। ব্যুরো অব এনার্জি এফিসিয়েন্সি জানিয়েছে, আমাদের শরীরের জন্য ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঠিক আছে। এই তাপমাত্রায় এসি ব্যবহার করলে বিল ঠিক আসতে পারে।

আর সঠিক তাপমাত্রায় এসি চালালে বিদ্যুৎ বিল বাঁচাতে পারবেন। মনে রাখবেন, এসি যে ঘরে চলছে, সেটি যেন ঠিক এয়ার টাইট হয়। তা না হলে এসি ঘর ঠান্ডা করতে অনেকটা সময় নেবে। এর ফলে বিল উঠতে থাকবে অনেকটাই বেশি। আবার অনেকে রিমোট ব্যবহার করে এসি বন্ধ করেন। কিন্তু সুইচ বন্ধ করেন না। এর ফলে আউটডোর ইউনিট চলতে থাকে, সে কারণে বিদ্যুতের বিল বেশি আসতে পারে।

এদিকে রাতে এসি ব্যবহার করার সময় টাইমার ব্যবহার করে নিন। এতে আপনি ঘুমিয়ে পড়লেও এসি সময়মতো বন্ধ হয়ে যাবে। আর তাতে বিদ্যুতের বিলে সাশ্রয় হতে পারে। আর এসি সময়মতো সার্ভিস করাটাও খুব দরকারি একটি কাজ। সে কারণে সপ্তাহে অন্তত একবার এসির ফিল্টার পরিষ্কার করে নিন। এতে বিদ্যুৎ বিল কমে আসবে।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৩ মে ২০২৫ /এমএম