Menu

সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাপারে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের বক্তব্য

বাংলানিউজসিএ ডেস্ক :: লন্ডনে বাংলাদেশী শিল্পীদের নিয়ে হাইকমিশনের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের খবরের প্রতিবাদ জানানো হয়েছে। পত্রিকায় প্রকাশিত খবরটি সম্পর্কে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের অবস্থান পরিষ্কার করে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠানের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও বানোয়াট।

মিশনের প্রেস মিনিস্টার আশেকুন নবী চৌধুরী স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, জনৈক জোবায়ের নামের কোন ব্যক্তির সঙ্গে যৌথভাবে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন কোন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেনি এবং এই ধরনের কোন ব্যক্তির সঙ্গে মিশনের কোন সম্পর্কও নেই।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ৪০ জন বাংলাদেশী শিল্পীর কাছ থেকে তাদের পাসপোর্ট ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সংগ্রহ করা সম্পর্কে মিশন কিছুই জানে না।

হাই কমিশনের পক্ষ থেকে এই ব্যাপারে সতর্ক থাকতে সকলের প্রতি আহবান জানিয়ে এই বিষয়ে কারো আরো তথ্য জানার বা জানানোর প্রয়োজন হলে বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে ই-মেইলে (hc@bhclondon.org.uk, pressm@bhclondon.org.uk) যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ০৬ সেপ্টেম্বর ২০১৯/ এমএম


Array