বাংলানিউজসিএ ডেস্ক :: ভারতের হায়দরাবাদের আশমান তানেজা নামে পাঁচ বছরের এক শিশু তায়কোয়ান্দো খেলায় টানা এক ঘণ্টা প্রতিপক্ষের সঙ্গে লড়ে বিশ্বরেকর্ড করেছে।তার এই অসাধারণ সাফল্য তাকে সবচেয়ে কম বয়সী অপ্রতিরোধ খেলোয়াড় হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ডে ঠাঁই করে দিয়েছে। খবর এনডিটিভির।
একই সঙ্গে আশমান তানেজা মার্কিন ওয়ার্ল্ড ওপেন তায়কোয়ান্দোতে রৌপ্য জয়ী খেলোয়াড়ের খেতাবও অর্জন করেছে।শিশুটির বাবা আশীষ তানেজা বলেন, ছোটকাল থেকেই আশমান তার বোনের অনুপ্রেরণায় বিশ্বরেকর্ড করার জন্য তায়কোয়ান্দো খেলছে।এখন সে আরও একটি বিশ্বরেকর্ড করার জন্য অনুশীলন করে যাচ্ছে।
আশমান বলেছে, আমার বোন দুটি বিশ্বরেকর্ডের অধিকারী। এ জন্য ছোটকাল থেকেই আমার মনে সুপ্ত বাসনা ছিল- একদিন আমিও বিশ্বরেকর্ড করব। আর বোন আমার কেবল অনুপ্রেরণার উৎসই নন, তিনি আমার শিক্ষকও বটে।
বাংলানিউজসিএ/ঢাকা/ ১৪ জানুয়ারি ২০২০ /এমএম





