Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: কানাডার প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান এন্ড্রু শিয়ার। প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির লিডার এন্ড্রু শিয়ার দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তবে নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।

তার হঠাৎ এ পদত্যাগের কারণ জানা যায়নি। গত ১৫ নভেম্বরের নির্বাচনে তাঁর নেতৃত্বে কনজারভেটিভ বিজয় অর্জনে ব্যর্থ হওয়া বিষয়টি এর নেপথ্যের কারণ হতে পারে বলে অনুমেয়।তিনি দলের প্রধান থেকে পদত্যাগ করলেও সংসদে বিরোধী দলের নেতা হিসেবে আপাতত বহাল থাকবেন।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১৫ ডিসেম্বর ২০১৯ /এমএম


Array