Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: লিভারের সমস্যায় তিন দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন ‘বলিউড শাহেনশাহ’ অমিতাভ বচ্চন।মঙ্গলবার রাতে হাসপাতালে ভর্তি হন তিনি। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সা চলছে এই বলিউড সুপারস্টারের।জানা গেছে, খুব যত্ন নিয়ে হাসপাতালে অমিতাভের চিকিৎসা চলছে। তাকে আইসিইউ-তে রাখা না হলেও যে কেবিনে রাখা হয়েছে, সেটিকে জীবাণুমুক্ত করা হয়েছে।

১৯৮২ সালে একটি দুর্ঘটনার পর থেকে বিগত ২০ বছর ধরে লিভারের মাত্র ২৫ শতাংশ ক্রিয়াশীল রয়েছে। কিছু দিন আগে অভিনেতা জানিয়েছেন, ২০০০ সালে টিউবারকিউলোসিসের চিকিৎসা হয়েছিল তার।

৮ বছর আগে থেকে সেই রোগ তার শরীরে বাসা বেঁধেছিল। এর পর হেপাটাইটিস-বি ভাইরাসেও আক্রান্ত হন অমিতাভ। এর পর দফায় দফায় চিকিত্সা এবং নিয়মিত চিকিত্সকদের পর্যবেক্ষণের মধ্যে থাকতে হয়েছে তাকে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১৮ অক্টোবর ২০১৯/ এমএম


Array