প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: কন্যা শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে দণ্ডিত এক ব্যক্তির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার দেশটির বিচার বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান অনলাইন জানিয়েছে, ভুক্তভোগী শিশুটির পরিবার উত্তর-পশ্চিম ইরানের বুকান শহরের বাসিন্দা। তারা পুরো বিচারিক প্রক্রিয়ায় অংশ নেয় এবং মৃত্যুদণ্ডটি প্রকাশ্যে কার্যকরের অনুরোধ জানায়।প্রদেশটির প্রধান বিচারপতি নাসের আতাবাতি বলেছেন, “এই মামলাটি জনমনে প্রবল আবেগ-প্রতিক্রিয়ার সৃষ্টি করায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল।”
চলতি বছরের মার্চ মাসে দোষী ব্যক্তির বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যা পরবর্তীতে ইরানের সর্বোচ্চ আদালত কর্তৃক বহাল রাখা হয়। আতাবাতি আরও বলেন, “জনগণের আবেগ ও ভুক্তভোগীর পরিবারের অনুরোধে মৃত্যুদণ্ডটি প্রকাশ্যে কার্যকর করা হয়।”ইরানে প্রকাশ্যে মৃত্যুদণ্ড (সাধারণত ফাঁসি) বিরল নয়, বিশেষ করে যখন মামলাগুলো সমাজে গভীর আলোড়ন সৃষ্টি করে।মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ অনেকে জানিয়েছে, ধর্ষণ ও হত্যা ইরানে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। চীনের পরে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ হলো ইরান।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১২ জুলাই ২০২৫ /এমএম