Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::  চলতি বছর ভারতের ক্রীড়াজগতে উল্লেখযোগ্য নাম মনু ভাকের। প্যারিস অলিম্পিকে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে জোড়া ব্রোঞ্জ জিতেছেন তিনি। মনুই একমাত্র ভারতীয় ক্রীড়াবিদ যিনি একটি অলিম্পিকে দুটি পদক জিতেছেন। মনুর আগে এই কীর্তি আর কোনো ভারতীয়ের নেই।কিন্তু এত বড় অর্জনের পরও এ বছর ভারতের ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের প্রাথমিক তালিকা থেকে নাম বাদ পড়েছে মনুর। এ ঘটনায় শুরু হয়েছে বিতর্ক। খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত না হওয়ায় ভারত সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মনু ভাকেরের বাবা ও কোচ।

ভারতের ক্রীড়াক্ষেত্রে সবচেয়ে বড় পুরস্কার এই খেলরত্ন। প্রতি বছর দেশের সেরা ক্রীড়াবিদদের এই পুরস্কার দেওয়া হয়। এবার মনু ভারতকে যা সম্মান এনে দিয়েছেন, তাতে স্বাভাবিকভাবেই এই পদকের যোগ্য তিনি।কিন্তু খেলরত্নের যে প্রাথমিক তালিকা তাতে মনুর নাম না থাকায় শুরু হয় বিতর্ক। অনেকে প্রশ্ন তোলেন, মনুর মতো সফল খেলোয়াড়ের নাম কেন তালিকায় থাকবে না।

তালিকায় কন্যার নাম না দেখে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয়ের সমালোচনা করেন তার পিতা রামকিষেণ। তিনি বলেন, শুটিংয়ের মতো খেলায় মেয়েকে দিয়ে ভুল করেছি। তাকে ক্রিকেটার তৈরি করা উচিত ছিল। তা হলে সব পুরস্কার, সব সম্মান ও পেত। একটা অলিম্পিকে মনু জোড়া পদক জিতেছে। ভারতে আর কার এই কীর্তি আছে? দেশের জন্য আমার সন্তান আর কী করবে? সরকারের উচিত তার কীর্তিকে সম্মান জানানো।

রামকিষেণ বলেন, মনু বলেছে, সে নাম জমা দিয়েছিল। যদি সেটাই সত্যি হয়, তা হলে কমিটির উচিত ছিল তার নাম নিয়ে ভাবা। শুটিং সংস্থারও উচিত মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলা। আমি মনুর সঙ্গে কথা বলেছি। সে আমাকে বলেছে, ‘আমার অলিম্পিক্সে যাওয়াই উচিত ছিল না। দেশের হয়ে পদক জেতাও উচিত ছিল না। সত্যি বলতে, আমার ক্রীড়াবিদ হওয়াও উচিত ছিল না।’

এদিকে ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের ফাইনাল লিস্টে মনু ভাকেরের নাম না থাকার বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসেছেন ভারতের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য। সোমবার শুটিং ফেডারেশনের পক্ষ থেকে ক্রীড়া সচিবকে এ বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে।সমালোচনার পর ভারতের ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, ‘এটা ফাইনাল লিস্ট নয়। এখনও প্রক্রিয়া চলছে।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৫ ডিসেম্বর ২০২৪ /এমএম