Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: গাজায় ইসরাইলি আগ্রাসন চলছেই। গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে হামাসের হামলার পর প্রতিশোধ নিতে পুরো গাজা উপত্যকাকেই মৃত্যুপুরীতে পরিণত করেছে ইসরাইল। গত এক বছরে গাজায় দখলদার ইসরাইলের নির্বিচার হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪১ হাজার ৯০৯ জন। জনসংখ্যার হিসেবে গাজার প্রতি ৫৫ জনের মধ্যে একজনকে হত্যা করেছে ইসরাইল। খবর আল-জাজিরার।

গাজায় হতাহতদের নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক বিশদ প্রতিবেদনে জানা যায়, ইসরাইলি হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে ৬৯ ভাগই নারী ও শিশু। সংখ্যার হিসেবে গাজায় ইসরাইলি আগ্রাসনে ২৮ হাজার ১০২ জন নারী ও শিশু প্রাণ হারিয়েছেন। এর মধ্যে শিশু ১৬ হাজার ৭৫৬ জন। আর নারী ১১ হাজার ৩৪৬ জন।এছাড়া গাজায় ইসরাইলের নির্বিচার হামলায় আহত হয়েছেন অন্তত ৯৭ হাজার ১৬৬ ফিলিস্তিনি। গাজার মোট জনসংখ্যার হিসেবে ইসরায়েলের হামলায় প্রতি ২৩ জনের একজন আহত হয়েছেন।

তবে যেহেতু গত এক বছরে বেশ কয়েকবার গাজার টেলিযোগাযোগ ও ইন্টারনেটব্যবস্থা ভেঙে পড়েছে এবং আন্তর্জাতিক সাংবাদিকরাও সেখানে প্রবেশ করতে পারছেন না, তাই হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত হওয়া বেশ কঠিন। এছাড়া গাজার ধ্বংসস্তূপের নিচে অনেক লাশ চাপা পড়ে আছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাই হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে মনে করা হচ্ছে।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৮ অক্টোবর ২০২৪ /এমএম


এই বিভাগের আরও সংবাদ