Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::  কোভিডের শক্তিশালী ধরন এক্সইসি খুব শীঘ্রই ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করছেন গবেষকরা। চলতি বছরের জুনে জার্মানিতে শনাক্ত হওয়া এক্সইসি ভ্যারিয়েন্টের রোগী যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ডেনমার্কসহ বেশ কয়েকটি দেশে দেখা দিয়েছে। খবর বিবিসির। বিশেষজ্ঞরা বলছেন, এর নতুন মিউটেশন এই শরতে এটিকে ছড়িয়ে দিতে সহায়তা করতে পারে। যদিও ভ্যাকসিনগুলো গুরুতর ক্ষেত্রে প্রতিরোধে সহায়তা করবে। তবে এক্ষেত্রে বুস্টার শট বেশি কার্যকর হবে। এই ভ্যাকসিনগুলো সাম্প্রতিক ভ্যারিয়েন্ট ওমিক্রনের সঙ্গে আরও ভালোভাবে মিলিয়ে আপডেট করা হয়েছে।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের জেনেটিক্স ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ফ্রাঁসোয়া ব্যালাক্স বলেন, সাম্প্রতিক কোভিড ভ্যারিয়েন্টগুলোর তুলনায় এক্সইসির সহজে সংক্রমণ সুবিধা রয়েছে, তবুও টিকাগুলো ভালো সুরক্ষা দিতে পারবে। তিনি আরও বলেন, তবে শীতকালে এক্সইসি প্রভাবশালী সাবভ্যারিয়েন্ট হয়ে উঠতে পারে। ক্যালিফোর্নিয়ার স্ক্রিপস রিসার্চ ট্রান্সলেশনাল ইনস্টিটিউটের পরিচালক এরিক টোপল বলেন, এই ভ্যারিয়েন্টটি কেবল শুরু হচ্ছে। এর সংক্রামক রূপ ধারণ করতে কয়েক সপ্তাহ অথবা কয়েক মাস সময় লাগবে।

এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে আক্রান্ত ব্যক্তির শরীরে উচ্চ তাপমাত্রা, ব্যাথা, ক্লান্তি এবং কাশি থাকবে। বেশিরভাগ লোক আক্রান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে সুস্থ বোধ করতে পারে। কিন্তু পুরোপুরি সুস্থ হতে আরও বেশি সময়ের প্রয়োজন। কোভিড ডেটা বিশ্লেষক মাইক হানি এক্স-এ বলেছেন, ডেনমার্ক এবং জার্মানিতে এক্সইসির শক্তিশালী সংক্রমণ হয়েছে। আগের তুলনায় এবার অনেক কম রুটিন টেস্ট হচ্ছে, যার ফলে কোভিড কতটা হতে পারে তা বোঝা মুশকিল। যুক্তরাজ্য স্বাস্থ্য নিরাপত্তা সংস্থার (ইউকেএইচএসএ) ডেপুটি ডিরেক্টর ড. গায়ত্রী আমিরথালিঙ্গম বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে ভাইরাসের জিনগত পরিবর্তন হওয়াটা স্বাভাবিক। ইউকেএইচএসএ আন্তর্জাতিকভাবে উদীয়মান কোভিড ভ্যারিয়েন্ট সম্পর্কিত সব তথ্য পর্যবেক্ষণ করে ডেটা প্রকাশ করছে।’

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৯ সেপ্টেম্বর  ২০২৪ /এমএম


এই বিভাগের আরও সংবাদ